ঢাবি সূর্যসেন হলে ছাত্রলীগ নেতাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৫:৫১:৩৪
ঢাবি সূর্যসেন হলে ছাত্রলীগ নেতাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতা আল-আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হলের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।

আটক আল-আমিন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান জানান, “কয়েকজন জুনিয়র শিক্ষার্থী হল চত্বরে তাকে দেখে আমাদের জানায়। আমরা পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটকের পর শাহবাগ থানায় খবর দিই। আগে হলে থাকাকালে গেস্টরুমে শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি পরীক্ষার সময়ও তাকে ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণে শিক্ষার্থীদের বাধ্য করতে দেখা গেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, “আল-আমিনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা মামলা করবেন বলে জানিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বরগুনা থানায় আরও দুটি মামলা রয়েছে।”

আটকের এ ঘটনা ঘিরে সূর্যসেন হলে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দাবি করছেন, বিশ্ববিদ্যালয়কে দলে দলে ভাগ করে শিক্ষাঙ্গনে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ