ঢাবি সূর্যসেন হলে ছাত্রলীগ নেতাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতা আল-আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হলের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।
আটক আল-আমিন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান জানান, “কয়েকজন জুনিয়র শিক্ষার্থী হল চত্বরে তাকে দেখে আমাদের জানায়। আমরা পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটকের পর শাহবাগ থানায় খবর দিই। আগে হলে থাকাকালে গেস্টরুমে শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি পরীক্ষার সময়ও তাকে ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণে শিক্ষার্থীদের বাধ্য করতে দেখা গেছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, “আল-আমিনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা মামলা করবেন বলে জানিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বরগুনা থানায় আরও দুটি মামলা রয়েছে।”
আটকের এ ঘটনা ঘিরে সূর্যসেন হলে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দাবি করছেন, বিশ্ববিদ্যালয়কে দলে দলে ভাগ করে শিক্ষাঙ্গনে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
সত্য প্রতিবেদন/আশিক
তন্বীর প্রতি সম্মান: ডাকসুর গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।
তিনি বলেন, গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর সেই রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের জন্য আমরা এই পদে কোনো প্রার্থী ঘোষণা করছি না। এর আগে কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সানজিদা আহমেদ তন্বী।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদও (বাগছাস) তার সম্মানে এই প্যানেলে কোনো প্রার্থী দেবে না বলে জানায়।
এদিকে, ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে।
ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীমউদদীন হলের আহ্বায়ক তানভির বারী হামিম এবং এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
/আশিক
প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট: শিবিরের প্যানেলের ক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী অনেকেই বড় বড় নেতা হয়েছেন, কিন্তু শিক্ষার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের দেওয়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (১৯ আগস্ট) ফরম জমা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক জানান, জুলাইয়ের চেতনাকে ধারণ করে তাদের জোট সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পূরণ করতে চায়। তিনি বলেন, ‘বিগত সময়ে বিভিন্ন কমিটি এলেও সাধারণ শিক্ষার্থীদের সমস্যার সমাধান আমরা দেখতে পাইনি। ডাকসুকে ব্যবহার করে বড় বড় নেতার জন্ম হয়েছে, তবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি।’ তিনি আরও বলেন, তাদের ইশতেহারে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার প্রতিফলন থাকবে এবং সেসব চাওয়া পূরণে তারা কাজ করবেন।
মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার সময় বাড়ানোর সমালোচনা করে সাদিক অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট দলের প্রতি বিশেষ পক্ষপাত দেখাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন পদে থাকা শিক্ষকদের একপাক্ষিক আচরণ দেখতে পেয়েছি, তাদের রাজনৈতিক আদর্শের প্রকাশ দেখতে পেয়েছি।’ তিনি শিক্ষকদের নিজ নিজ অবস্থান থেকে গ্রহণযোগ্য আচরণ করার আহ্বান জানান।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ। এমন ঘটনায় নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হয়েছে। তিনি বলেন, একটি বিশেষ দলকে সুযোগ দিতে কোনো ধরনের আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। একই সঙ্গে তিনি বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ফ্রেমিংয়ের মাধ্যমে ছাত্র শিবিরকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন।
ফরহাদ আরও বলেন, তাদের প্যানেলকে অনেকেই শিবিরের ‘প্রথম প্রকাশ্য প্যানেল’ বলে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। তিনি জানান, ১৯৭৯ সাল থেকে বিভিন্ন ডাকসু নির্বাচনে শিবিরের পক্ষ থেকে প্যানেল দেওয়া হয়েছে এবং সেসব প্যানেল থেকে প্রার্থীরা জয় লাভও করেছেন। তিনি দাবি করেন, ২০২৫ সালের ডাকসু নির্বাচনসহ মোট ৬ বারের মধ্যে ৫ বারই শিবির তার প্যানেল থেকে নির্বাচন করেছে।
/আশিক
মব উসকে দিয়ে অধিকার হরণের চেষ্টা: ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে একটি সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে গণপিটুনি বা ‘মব’ উসকে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (১৮ আগস্ট) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রদল অভিযোগ করে, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে। গণপিটুনি উসকে দিয়ে ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনায় তারা ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছে।
এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
এর আগে, ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে।
সোমবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
তিনি আরও বলেন, সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৪৪২ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও, ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
/আশিক
উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনে নতুন স্বতন্ত্র প্যানেল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন শিক্ষার্থী উমামা ফাতেমা। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় শেষ হওয়ার পর তিনি এই ঘোষণা দেন।
উমামা ফাতেমা জানান, আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে তার নেতৃত্বাধীন প্যানেলের নাম ও নীতিমালা প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে তার প্যানেল ডাকসুকে রাজনৈতিক দলগুলোর জাতীয় নেতৃত্ব তৈরির মঞ্চ হিসেবে ব্যবহার না করার অঙ্গীকার করেছে।
তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দিচ্ছি। ডাকসুকে জাতীয় নেতা বানানোর জন্য ব্যবহার করতে চাই না। প্রতি বছর ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’
ফাতিমা আরও জানান, তাদের প্যানেলে এমন শিক্ষার্থীদের রাখা হয়েছে, যাদের যথাযথ যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা রয়েছে। কেবল তাদের নিয়েই সম্পাদক ও সদস্য পদে প্যানেল সাজানো হয়েছে।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে উমামা ফাতেমার স্বতন্ত্র প্যানেলের আত্মপ্রকাশ ঘটবে।
/আশিক
শিবিরের প্যানেলে নারী, প্রতিবন্ধী ও চাকমা শিক্ষার্থী: ডাকসু নির্বাচনে নতুন চমক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে 'ইনক্লুসিভ' (অন্তর্ভুক্তিমূলক) প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে শিবিরের বাইরে চাকমা, প্রতিবন্ধী, জুলাইয়ে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের প্যানেলে রেখেছে সংগঠনটি। রয়েছেন বিভিন্ন সময়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীও।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র উত্তোলন শেষে প্যানেল ঘোষণা করেন ঢাবি শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ।
প্যানেলে ভিপি পদে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, জিএস পদে শাখা শিবির সভাপতি এসএম ফরহাদ, এজিএস পদে শাখা শিবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান লড়বেন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ‘ইনকিলাব মঞ্চ’ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন জুলাইয়ে এক চোখ হারানো খান জসীম।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির, যিনি বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।
এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।
জাবি ছাত্রদলে তুমুল উত্তেজনা: কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর ফলে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে গেলে তাদের উপস্থিতিতেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সহ-সভাপতি আবু ইয়াহিয়া আফসানসহ শীর্ষ নেতারা ক্যাম্পাসে আসেন। এ সময় জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকসহ শীর্ষ পাঁচ নেতা তাদের সঙ্গে ছিলেন।
তাদের আগমনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং দু'জন ছাত্রদল কর্মীকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. কে. এম. রাশেদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
সংঘর্ষের একপর্যায়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ শীর্ষ পাঁচ নেতা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আটকা পড়েন। এ সময় উত্তেজিত কর্মীরা ‘বাবর-অনীকের কমিটি, মানি না মানি না’, ‘বাবরের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
গত ৮ আগস্ট জাবির ১৭টি হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়, তবে এসব কমিটিতে সাবেক ছাত্রলীগকর্মী ও বিতর্কিতদের পদায়ন এবং ত্যাগী কর্মীদের বঞ্চিত করার অভিযোগ ওঠে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের অনেকেই বহিষ্কৃত এবং এর পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ইন্ধন জুগিয়েছে।
ডাকসু নির্বাচনের রোডম্যাপের পর হল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছাত্র সংগঠনগুলো বলছে, হলে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকলে সেখানে গোপন রাজনীতি বৃদ্ধি পাবে।
সংগঠনগুলোর বক্তব্য
ছাত্রদল: ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী প্রশ্ন তোলেন, হলগুলোতে প্রকাশ্য সাংগঠনিক কাঠামো না থাকলে ডাকসু নির্বাচনে তারা কীভাবে কাজ করবেন।
ছাত্রশিবির: ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম জানান, তাদের নেতারা এখন প্রকাশ্যে কাজ করছেন এবং হল থেকেই শিক্ষার্থীরা তাদের প্রোগ্রামে অংশ নিচ্ছে।
ছাত্র ইউনিয়ন: ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলেন, হলে যেকোনো সংকট মোকাবিলায় হল কমিটি প্রয়োজন। হলে প্রকাশ্য রাজনীতি না থাকলে গোপন রাজনীতি বাড়বে।
বাগছাস: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর মুখপাত্র হাসিব আল ইসলাম এনসিপির লেজুড়বৃত্তিক সংগঠন হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি আসলে অপপ্রচার এবং তারা স্বাধীনভাবে কাজ করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, গোপন রাজনীতি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে হবে।
অনেক ছাত্রসংগঠনই মনে করে, হলগুলোতে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকলে সেখানে গোপন রাজনীতির প্রসার ঘটবে। এই বিষয়ে উমামা ফাতেমা বলেন, যারা গোপন রাজনীতি করছে, তাদের বিষয়ে প্রশাসনের কোনো অবস্থান আছে কি না, তা স্পষ্ট নয়। প্রশাসন কঠোর না হলে এটি বন্ধ করা সম্ভব নয়।
তথ্যসূত্র- বিবিসি বাংলা
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছেন স্যার সলিমুল্লাহ মুসলিম হলের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
জুলিয়াসের নাম প্রার্থী তালিকায় আসার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্ক শুরু হয়। অনেক শিক্ষার্থী দাবি করছেন, ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিতে হবে। এ নিয়ে বিক্ষোভও হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাওসার অভিযোগ করেন, স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদলের বহু কর্মীকে মারধরের সঙ্গে জুলিয়াস সিজার যুক্ত ছিলেন। তিনি বলেন, “যে সময় তার জেলে থাকার কথা, সে এখন ডাকসুর ভিপি প্রার্থী হতে এসেছে। ছাত্রলীগের এমন নিপীড়ককে দ্রুত গ্রেপ্তার করা উচিত।”
২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে নির্বাচিত হয়েছিলেন জুলিয়াস। সে সময় স্বতন্ত্র জিএস প্রার্থী ফরিদ হাসানকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া ডাকসুর ভিপি নুরুল হক নুর মিছিল নিয়ে ওই হলে গেলে তাকে হেনস্তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে জুলিয়াস বলেন, “২০১৭ সালের পর থেকে ছাত্রলীগে আমার কোনো পদ নেই—এটাই প্রথম কথা। দ্বিতীয়ত, গত পাঁচ বছরে ছাত্রলীগের বিরুদ্ধে যতটা সরাসরি কথা বলা এবং আন্দোলন করেছি, আমার জানামতে আর কেউ এতটা করেনি। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন দেখলেই তা বোঝা যাবে।”
জুলিয়াসকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিঠি দিয়েছেন স্যার সলিমুল্লাহ মুসলিম হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাওয়াদ ইবনে ফরিদ।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চিঠি পেয়েছি। অভিযোগগুলো প্রমাণিত হলে নির্বাচন কমিশনারদের সভার মাধ্যমে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।”
/আশিক
১৮ হল কমিটি গঠনের পর বিক্ষোভ, ঢাবি উপাচার্যের কড়া বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের নীতিমালা বহাল রাখার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার গভীর রাতে নিজের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এই অবস্থান স্পষ্ট করেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন কমিটি গঠন করলে ক্যাম্পাসজুড়ে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।
শুক্রবার রাত ১২টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামেন। মিছিল শেষে রাত ১টার পর তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও উপাচার্য সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ২০২৪ সালের ১৭ জুলাই গৃহীত ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান।
তিনি বলেন, “ঢাবির আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে এবং প্রতিটি হল প্রশাসন এই নীতিমালা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” একইসঙ্গে সদ্য ঘোষিত ছাত্রদলের হল কমিটি বিষয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, কেবল নিষিদ্ধের ঘোষণা যথেষ্ট নয়, বরং হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান নিশ্চিত করতে হবে। তারা উপাচার্যের সামনে ছয় দফা দাবি উপস্থাপন করেন—
১. ছাত্রদল কেন হলে কমিটি ঘোষণা করেছে, তার জবাব উপাচার্যকে দিতে হবে২. ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস, বামসহ হলে সক্রিয় সব গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে৩. হল ও একাডেমিক এলাকায় রাজনীতির সব কর্মকাণ্ড বন্ধ করে ছাত্ররাজনীতি বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা দিতে হবে৪. ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি ভেঙে দিতে হবে৫. হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে৬. দ্রুত ডাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে
পাঠকের মতামত:
- ঢাকার অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত দুটি এলাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনের প্রস্তুতি: ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি
- ১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
- শিশুদের সুরক্ষায় নতুন নোকিয়া ফোন: 'নগ্ন ছবি' ব্লক করবে এআই
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: গ্রুপ কল শিডিউল করার সুযোগ!
- মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ৩৩ দিন পর মৃত্যুর কাছে হার মানল দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া
- খুলনায় ডুমুরিয়ায়া বাড়িতে ঢুকে যুবদল নেতাকে হত্যা
- ডিজিএফআই ও বসুন্ধরা গ্রুপের প্রভাবে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
- কোনো কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল:সিইসি
- আমদানি ব্যয় ৮০ টাকা, খুচরায় ৩০০: কাঁচা মরিচের দাম নিয়ে চলছে কারসাজি
- ‘মোদির বিরুদ্ধে মিছিল করা বাহার এখন মেয়েকে নিয়ে কলকাতায়’
- বেশি ভিউয়ের লোভে তরুণী সেজে ভিডিও বানাতেন টিকটকার, গ্রেপ্তার
- ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- হৃদপিণ্ডের দুর্বলতার লক্ষণ: জেনে নিন ৩টি গুরুত্বপূর্ণ লক্ষণ
- জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর: এক ভরি স্বর্ণ কিনতে কত টাকা লাগবে?
- ‘ক্রাশের’ স্বামীকে হত্যা করতে গুগলের সাহায্য নিয়ে বোমা বানালেন প্রেমিক!
- ‘সীমিত আয়ের মানুষ খাবেটা কী?’: ইলিশের পর পটোলের দামও আকাশছোঁয়া
- সামিট গ্রুপ: কালো টাকা সাদা করার আন্তর্জাতিক কৌশল
- গভীর সংকটে দেশের ব্যাংক খাত: মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ
- গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সৌদি আরব
- টিভিতে আজকের খেলা: এক নজরে ক্রিকেট ও ফুটবলের সূচি
- দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, অতি ভারি বর্ষণেরও সম্ভাবনা
- দেশের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি: চরমোনাই পীর
- গাজায় ইসরাইলের হামলা বৃদ্ধি, গত একদিনে আরও ৭১ ফিলিস্তিনি নিহত
- মেঘনার বুকে ভেসে উঠল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ, স্তব্ধ পরিবার-সহকর্মীরা
- শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তী সরকার
- আওয়ামী লীগ থেকে একসঙ্গে ৮ নেতার পদত্যাগ
- সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য সুখবর!
- ইছাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে জয়ী মাহফুজ আলমের বাবা
- বিএসএফের হাতে বিজিবি সদস্য আটক
- বাউফলে এএসপির বাসায় চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেপ্তার
- রাজধানীর বাজারে সবজির আগুন, খালি হাতে ফিরছেন অনেকে
- জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলনের উদ্যোগে ইউনূস
- গাজা শহর দখলের চূড়ান্ত নির্দেশ নেতানিয়াহুর
- আগে গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার হোসেন
- বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা: বাড়ল ৫০ মিলিয়ন ডলার
- আমার ছেলেকে ভালোবাসবেন: আরিয়ানের প্রথম কাজ নিয়ে শাহরুখ
- দলের টানা হারে অস্ট্রেলিয়া সফরে টাইগার যুবাদের স্বপ্নভঙ্গ
- ‘বাংলায় কথা বলার’ কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর, শিকার ভারতীয় নাগরিক!
- জামায়াতের দাবি না মানলে নির্বাচন হবে না’: হামিদুর রহমান আযাদ
- পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয়: তারেক রহমান
- পাথর লুটে আমাদের কোনো কর্মীও জড়িত নয়, দুদককে ক্ষমা চাইতে হবে’: জামায়াত
- দুর্নীতির ফাঁদে ইমরান: সুপ্রিম কোর্টে জামিন পেলেন, তবুও মুক্তি মিলছে না
- একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
- আবারও খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট, পানিবন্দি ২০ হাজার
- ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর কোনো পদে থাকব না: ড. মুহাম্মদ ইউনূস
- পাথর লুটে জড়িত ৫২ জনের নাম প্রকাশ:তালিকায় রাজনৈতিক দল ও প্রশাসনের নাম
- ক্ষুধার্ত দেশে উপদেষ্টাদের হাঁসের মাংস বিলাস কষ্ট দেয়: বিএনপি নেতা আলাল
- ডাকসু নির্বাচনে ভিপি পদে উমামার প্রতিদ্বন্দ্বিতা
- ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা
- ফেসবুক পোস্টে রনির বিরুদ্ধে জুলকারনাইন সায়েরের ক্ষোভ
- একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ হলো,যেভাবে দেখবেন
- ১৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) এর বার্ষিক পিকনিক প্রাণের মিলনমেলা অনুষ্ঠিত
- আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন,প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নেই: মুনির
- গুজবের পর্দা ফাঁস: তারকাদের টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য
- আলবার্ট আইনস্টাইনের শেষ মুহূর্ত: এক ছবিতে ধরা পড়ল এক যুগের অবসান
- আখেরি চাহার শোম্বা: সফর মাসের শেষ বুধবারের ইতিহাস ও তাৎপর্য
- শেয়ারবাজারে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের সর্বশেষ দর-বদলের চিত্র
- দেশের স্বর্ণের বাজার স্থিতিশীল, জানুন ভরি প্রতি দাম
- জিআইবি জানালো আইপিও অর্থ ব্যবহারে প্রতিবন্ধকতার কারণ
- রহিমা ফুডসের শেয়ার মালিকানা বদল
- খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নীরব ঘাতক কিডনি ক্যানসার: এই ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
- সপ্তাহ শুরুতেই ডিএসইতে উত্থান, সূচক ও লেনদেনে চাঙ্গাভাব