কুমিল্লায় উপদেষ্টা সজীবের বড় ঘোষণা: শিক্ষার্থীদের চলাচলের সমস্যা চিরতরে মিটবে

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১১:১১:২৩
কুমিল্লায় উপদেষ্টা সজীবের বড় ঘোষণা: শিক্ষার্থীদের চলাচলের সমস্যা চিরতরে মিটবে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসের সংকট দূর করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তিনটি নতুন বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।

উপদেষ্টা সজীব ভূঁইয়া বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসের সমস্যার কথা জানিয়েছে, যা আমি মনোযোগ দিয়ে শুনেছি। সেই দাবি বিবেচনা করে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘গত বছরের ১১ জুলাই প্রথম পুলিশি হামলার শিকার শিক্ষার্থীদের প্রতিরোধকে সম্মান জানিয়ে এ দিনটিকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হলো।’

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

উপাচার্য ড. হায়দার আলী তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকারের উপদেষ্টার আমাদের বিশ্ববিদ্যালয়ে আগমন নিজেই জুলাই গণঅভ্যুত্থানের জন্য এক বিশাল সম্মান। উপদেষ্টার দেওয়া প্রতিটি ঘোষণাকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি শিক্ষার্থীদের দাবিকে আরও স্পষ্ট করতে বলেন, ‘আমরা ইতোমধ্যে ১১ জন গুরুতর আহত শিক্ষার্থীর ডেটা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি, কিন্তু দুঃখের বিষয়, এখনও কেউ কোনো ধরনের সহযোগিতা পাননি। আশা করি মাননীয় উপদেষ্টা বিষয়টি পর্যবেক্ষণ করবেন।’

উপাচার্য আরও জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানে বাঁধা দেয়ার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানাচ্ছি, যাতে সুষ্ঠু বিচার সম্ভব হয়।’

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং সেখানে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। এই বাসগুলো শিক্ষার্থীদের চলাচল সমস্যা নিরসনে নতুন দিশা দেখাবে বলে আশা প্রকাশ করা হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ