মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ০৮:৩৮:৩২
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ার ঘটনায় এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘মিটফোর্ডে খুন কেন?’, ‘যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন’, ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, দেশজুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্যসচিব মো. রাশেদুল হাসান বলেন, “যারা পরিবর্তনের কথা বলেছিল, তারাই এখন জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে। মিটফোর্ডে প্রকাশ্যে পাথর দিয়ে মানুষ হত্যা প্রমাণ করে—তারা এখনই ক্ষমতার দম্ভে ভুগছে।”

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়াইব হোসেন আল আমিন বলেন, “মিটফোর্ডে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছে—এটি মানবতা ও সভ্যতার চরম অবমাননা। বিএনপি যদি তাদের অঙ্গসংগঠনের সহিংসতা থামাতে না পারে, তাহলে তরুণ সমাজই উপযুক্ত জবাব দেবে।”

উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকর্মীরা ইট-পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরবর্তীতে তার মরদেহের ওপর নাচানাচির ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ