পুশ-ইন না পুল-ব্যাক? কিন্তু কেন?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ০৮:০২:৪০
পুশ-ইন না পুল-ব্যাক? কিন্তু কেন?

সত্য নিউজ:সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আটগ্রাম এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের কানাইঘাটের আওতাধীন আটগ্রাম বিওপি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন দুই শিশু, ছয় নারী এবং আট পুরুষ।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ভারতের ভেতর থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, জীবিকার প্রয়োজনে বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে গমন করেন এবং সেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। তাদের সবার বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে বাগেরহাট ও কুড়িগ্রাম জেলায়।

এ বিষয়ে সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, “বিজিবি আটককৃতদের নিজেদের হেফাজতে রেখেছে এবং তাদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রাথমিকভাবে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করেছেন। পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদের পরিচয় যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একইদিন মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত দিয়ে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। নারী ও শিশুসহ ৪৪ জন বাংলাদেশিকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ–ইন) ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন এবং কাজের সন্ধানে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি বলছে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অনুপ্রবেশ প্রতিরোধে সতর্ক রয়েছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে।

সীমান্ত বিশেষজ্ঞদের মতে, এমন অনুপ্রবেশ ও পুশ–ইন কার্যক্রম শুধু মানবিক উদ্বেগই নয়, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। এতে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, অভিবাসননীতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠে আসছে।

পাঠকের মতামত:

ট্যাগ: বিজিবি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ