যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইউরোপের সঙ্গে পারমাণবিক বৈঠকে ইরান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১০:২০:১৩
যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইউরোপের সঙ্গে পারমাণবিক বৈঠকে ইরান
ছবিঃ সংগৃহীত

মার্কিন বিমান হামলায় গুরুতর ক্ষতির মুখে পড়লেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ নিজেদের পরমাণু কর্মসূচি ত্যাগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে বৈঠকের আগে এক বিবৃতিতে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনাগুলোতে পাল্টা হামলার প্রেক্ষিতে এটি হতে যাচ্ছে তেহরান ও ইউরোপের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সংলাপ।

আব্বাস আরাগচি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেন, “বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে, কারণ ক্ষতিগুলো অত্যন্ত গুরুতর। তবে আমরা এই কর্মসূচি থেকে পিছিয়ে আসতে পারি না, কারণ এটি আমাদের বিজ্ঞানীদের কৃতিত্ব এবং জাতীয় গৌরবের প্রতীক।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া Truth Social-এ হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে আবারও হামলা চালানো হবে।”

২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি অনুসারে, ইরান পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে সম্মত হয় এবং এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে এসে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে পরিস্থিতি পাল্টে যায়।

ইরান অভিযোগ করেছে, ইউরোপীয় পক্ষগুলো চুক্তি বাস্তবায়নে অবহেলা করেছে এবং ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রতিহত করতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

এ পরিস্থিতিতে শুক্রবার ইস্তাম্বুলে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির (E3) সঙ্গে চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে তেহরান। এর আগে মঙ্গলবার চীন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে ইরানে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী এবং চুক্তির সব পক্ষের বৈধ উদ্বেগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইরান বর্তমানে একমাত্র অ-পারমাণবিক রাষ্ট্র, যারা ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে—যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশ সীমার অনেক ঊর্ধ্বে এবং অস্ত্র তৈরির উপযোগী ৯০ শতাংশ মাত্রার কাছাকাছি।

জার্মানি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগস্টের মধ্যে কোনো সমঝোতা না হলে চুক্তির "স্ন্যাপব্যাক" ধারার আওতায় জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হতে পারে।

তেহরান পাল্টা বলছে, “স্ন্যাপব্যাক অযৌক্তিক, অনৈতিক ও চুক্তিবিরোধী,” এবং পশ্চিমা দেশগুলোর ব্যর্থতাই ইরানকে চুক্তির কিছু অংশ থেকে সরে আসতে বাধ্য করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের সম্ভাবনা অস্বীকার করে ইরান বলেছে, এই মুহূর্তে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না। উল্লেখ্য, ১৫ জুনে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক বাতিল হয় ইসরায়েলি হামলার কারণে।

ইসরায়েল ১৩ জুন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে একযোগে হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্রও ফোরদো, ইসফাহান ও নাটানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে পাল্টা বিমান হামলা চালায়।

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত