নির্বাচন হবে নির্ধারিত সময়েই, তরুণদের মধ্যে দেখা দিচ্ছে ভোটের আগ্রহ: শফিকুল আলম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১৬:৩৭:০৯
নির্বাচন হবে নির্ধারিত সময়েই, তরুণদের মধ্যে দেখা দিচ্ছে ভোটের আগ্রহ: শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: জাগো নিউজ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে শান্তিপূর্ণ ও দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন। তিনি জানান, এই নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। নির্বাচনকালীন সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে এবং সকল প্রার্থী সমান সুযোগ পাবেন। কেউ বলতে পারবেন না, তার প্রতি অন্যায় করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আটটি বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে এবং বাকি সাতটি বিষয় নিয়েও আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, সব বিষয়ের ওপর ঐকমত্যের ভিত্তিতে সবাই জুলাই সনদে সই করবে এবং বর্ষা মৌসুমের পর দেশের আনাচে-কানাচে নির্বাচনী পরিবেশ তৈরি হবে।

তরুণ প্রজন্মের ভোটাধিকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, দীর্ঘদিন ধরে তরুণেরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সামনে নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে, যা গণতন্ত্র চর্চার জন্য ইতিবাচক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রতিটি অপরাধ সংঘটিত হওয়ার পরপরই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ বিষয়ে শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের মানুষও এই দেশেরই নাগরিক। সরকার কারও সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না। যাঁরা আইন ভঙ্গ করেছে, তাঁদের আইনের আওতায় আনা হচ্ছে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, ‘যাঁরা বলছেন গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমি তাঁদের আহ্বান জানাই, সাংবাদিকদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ ঘুরে আসুন। সেখানকার পরিস্থিতিতে কোনো আইনের ব্যত্যয় ঘটছে না।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ