মাইলস্টোন দুর্ঘটনা

মাইলস্টোন দুর্ঘটনা: ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে শহীদ হলেন শিক্ষিকা মেহরিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ০৮:৩৩:২৫
মাইলস্টোন দুর্ঘটনা: ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে শহীদ হলেন শিক্ষিকা মেহরিন
মেহরিন চৌধুরী ছবিঃ কালের কণ্ঠ

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষিকা মেহরিন চৌধুরীর বীরত্ব ও আত্মত্যাগ দেশজুড়ে গভীর আলোড়ন তুলেছে। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত নিজে আর ফিরে আসেননি।

এই হৃদয়বিদারক ঘটনার বিষয়ে তাঁর ভাই মানাফ এম চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দুর্ঘটনার পর শতভাগ দগ্ধ অবস্থায় মেহরিনকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয় বলে বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুসংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

৪৬ বছর বয়সী মেহরিন চৌধুরী ছিলেন একজন দায়িত্ববান ও সাহসী শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই তিনি ঝুঁকি নিয়ে ক্লাসরুম থেকে শিক্ষার্থীদের বের করে আনেন। কিন্তু তাদের নিরাপদে সরিয়ে দেওয়ার পর নিজে আর বের হতে পারেননি। উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভেতরে ঢুকে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই আর বের হতে পারেননি।”

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তাঁর এই বীরত্বপূর্ণ সিদ্ধান্তে অন্তত ২০ জন শিক্ষার্থীর জীবন রক্ষা পেয়েছে।

দেশজুড়ে এখন একটাই কথা—একজন শিক্ষিকার এমন আত্মত্যাগ কোনোভাবেই ভোলার নয়। মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এমন উদাহরণ সত্যিই বিরল। মেহরিন চৌধুরী শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন মায়ের মতো রক্ষক।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত