ব্যাংক খাতে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১১:২৩:৩৯
ব্যাংক খাতে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ব্যাংক খাত বহুদিন ধরেই দুর্বল কাঠামো, বাড়তে থাকা খেলাপি ঋণ, সুশাসনের অভাব ও জনগণের আস্থার সংকটে ভুগছে। বিগত সরকারের শেষ সময়ে এসব সমস্যা আরও প্রকট হয়। বিশেষ করে বেনামি ও কাগুজে ঋণের কারণে ইসলামী খাতের একাধিক ব্যাংক সংকটে পড়ে। এ অবস্থায় ব্যাংকিং খাতে সংস্কার আনতে বাংলাদেশ ব্যাংক কিছু উদ্যোগ নিয়েছে, যার কিছু ইতোমধ্যে বাস্তবায়নের পথে।

সংস্কার উদ্যোগের মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ডলার বাজারে হস্তক্ষেপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক কড়াকড়ি এবং ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার প্রস্তুতি। বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু হলে ব্যাংকগুলোর প্রকৃত ঝুঁকি চিহ্নিত করা সহজ হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগের বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “ভালো পরিকল্পনা থাকলেও রাজনৈতিক সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”

বিশ্ব অর্থনীতির অস্থিরতা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং বৈশ্বিক সুদহার বৃদ্ধি বাংলাদেশের ব্যাংক খাতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব মোকাবিলায় এখনই গভীর সংস্কার প্রয়োজন বলে মত অর্থনীতিবিদদের। খেলাপি ঋণ কমাতে ব্যাংক একীভূতকরণ, স্বচ্ছ পরিচালনা কাঠামো এবং প্রযুক্তিনির্ভর সেবার ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইতিবাচক দিকগুলোও একেবারে কম নয়। প্রযুক্তির ব্যবহার, কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদারকরণ, দুর্বল ব্যাংকের কার্যক্রম মূল্যায়ন এবং ডিজিটাল ব্যাংকিং চালুর মতো উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা নতুন আমানত এসেছে ব্যাংক খাতে।

তবে খেলাপি ঋণের হার এখনো উদ্বেগজনক। বর্তমানে এ হার ২৪ শতাংশ ছাড়িয়ে গেছে, যা ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আগে যেসব খেলাপি গোপন রাখা হতো, এখন তা প্রকাশ করা হচ্ছে।

এদিকে, দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুন মাসে এটি ৮ দশমিক ৪৮ শতাংশে নেমেছে, যা গত ৩৫ মাসে সর্বনিম্ন। খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৭ শতাংশ।

এতসব উদ্যোগের মধ্যে জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু ইসলামী ব্যাংকের সংকটে সরকার একীভূতকরণের পদক্ষেপ নিয়েছে। এতে করে আমানতকারীরা তাঁদের আমানত ফেরত পাবেন বলে আশ্বস্ত করেছে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “ব্যাংক খাতে সংস্কার সময়সাপেক্ষ। আমরা কিছু পরিবর্তন করে যাচ্ছি। নির্বাচিত সরকার এ কাজ এগিয়ে নেবে।”

বিশেষজ্ঞদের মতে, ব্যাংক খাতে কাঠামোগত পরিবর্তন শুরু হলেও এর সুফল পেতে আরও সময় লাগবে। আর এই সময়ের মধ্যে রাজনৈতিক অঙ্গীকার, কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত তদারকির বিকল্প নেই।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ