উত্তরার  মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: নিহত ৩, আহত শতাধিক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৬:৩৯:৪৩
উত্তরার  মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: নিহত ৩, আহত শতাধিক
ছবিঃ সংগৃহীত

ঢাকার উত্তরার মিলেস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একশরও বেশি মানুষ। সোমবার দুপুরের এই দুর্ঘটনা মুহূর্তেই কলেজ প্রাঙ্গণকে পরিণত করে ভয়াবহ আতঙ্ক আর কান্নার মঞ্চে।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) সূত্রে জানা যায়, বিমানটি দুপুর ১টা ০৬ মিনিটে উড্ডয়ন করেছিল। অল্প সময়ের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই ব্যাপক আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. বজলুর রহমান জানান, দুর্ঘটনায় আহত বহু শিক্ষার্থী ও শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, "আমাদের এখানে ৬০ জনের মতো আহত এসেছিলেন। তাদের মধ্যে ২৫ জন হালকা আঘাতপ্রাপ্ত এবং বাকিদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এক ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।"

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কর্মকর্তা ডা. অভিজিৎ জানান, বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় ইতোমধ্যেই ৬০ জনের বেশি রোগী সেখানে ভর্তি হয়েছেন। তিনি বলেন, “প্রতিটি সেকেন্ড ছিল গুরুত্বপূর্ণ, কারণ দগ্ধদের অনেকের অবস্থা ছিল শোচনীয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটেও আরও এক শিশুর মৃত্যু হয়। বার্ন বিভাগের প্রধান অধ্যাপক বিধান সরকার জানান, ষষ্ঠ শ্রেণির সেই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ধোঁয়ায় আচ্ছন্ন ভবন থেকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিভিন্ন যানবাহনে করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা ও কলেজের শিক্ষক-কর্মচারীরাও উদ্ধার কাজে সহায়তা করেন।

এফ-৭ যুদ্ধবিমানটি মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সরকার ইতোমধ্যে দুর্ঘটনার প্রেক্ষিতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের বিভিন্ন মহলে এই দুর্ঘটনা নিয়ে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

-সুত্রঃ ডেইলি স্টার

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত