বিমান দুর্ঘটনা: দোয়া করলেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৬:৪৮:৪০
বিমান দুর্ঘটনা: দোয়া করলেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

রাজধানীর উত্তরা এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনায় কেঁপে উঠেছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও আশপাশের মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই আহতদের একে একে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর না হলেও আশঙ্কাজনক কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। আহতদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে আহতদের স্বজনরা উদ্বেগ ও উৎকণ্ঠায় অপেক্ষা করছেন।

এই হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় দুই ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী।

শায়খ আহমাদুল্লাহ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন,

“উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনার খবর অত্যন্ত মর্মান্তিক। অনেক কোমলমতি শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি তিনি যেন সবাইকে হেফাজতে রাখেন।”

অন্যদিকে, মাওলানা মিজানুর রহমান আজহারী এক আবেগঘন দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করে বলেন,

“হে আরশের মালিক! মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় যারা আহত ও অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের প্রতি আপনার রহম বর্ষিত হোক। আপনি তাদের কষ্ট সহজ করুন, সুস্থতা দিন, এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করুন।”

এই দুর্ঘটনা শুধুমাত্র একটি প্রশিক্ষণ ত্রুটির ঘটনা নয়— এটি যেন আমাদের মনে করিয়ে দেয় শহুরে জীবনে নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংবেদনশীল এলাকায় বিমান চলাচলের ঝুঁকি পুনর্মূল্যায়ন জরুরি।

দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যেই বাংলাদেশ বিমানবাহিনী তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। দেশের নাগরিকরা এখন ঘটনাটির সার্বিক তদন্ত ও যথাযথ নিরাপত্তামূলক পদক্ষেপের অপেক্ষায়।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত