আলুর বাজারে বিপর্যয় ঠেকাতে সরকারের নতুন উদ্যোগ

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১২:১১:০৮
আলুর বাজারে বিপর্যয় ঠেকাতে সরকারের নতুন উদ্যোগ
ছবিঃ jagonews24

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে খোলা বাজারে বিক্রি (ওএমএস) পদ্ধতির মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।

তিনি বলেন, “গতবার যে দামে কৃষকেরা আলু বিক্রি করতে পেরেছিলেন, এবার কিন্তু সেই দামটা পাচ্ছেন না। তাই আমরা চিন্তা করছি ওএমএসের মাধ্যমে আলু বিক্রির ব্যবস্থা করলে কৃষকরা কিছুটা হলেও ন্যায্য দাম পাবেন।”

উপদেষ্টা আরও বলেন, “কৃষক যদি তার উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য না পায়, তাহলে ভবিষ্যতে তারা সেই পণ্য উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। এজন্য প্রয়োজন, সরকার থেকে সহায়তা দিয়ে কৃষকের পক্ষে দাম নিশ্চিত করা।”

পেঁয়াজ প্রসঙ্গে তিনি জানান, “গতবারের তুলনায় এবার কৃষকরা অনেক বেশি পেঁয়াজ উৎপাদন করেছেন। ফলে আমদানি ছাড়াই দেশে পেঁয়াজের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। এটা কৃষকদেরই সাফল্য।”

তিনি বলেন, “এই ধরণের পদক্ষেপ কৃষকের অনুপ্রেরণা বাড়ায় এবং দেশের কৃষি উৎপাদনকে টেকসই করতে সাহায্য করে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ