উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: দুইজন নিহত, আহত শতাধিক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৫:৫৯:১৮
উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: দুইজন নিহত, আহত শতাধিক
ছবিঃ সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় মিলেস্টোন কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বি.জি.আই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়।

৩:৫০ মিনিটে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় দুইজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. বজলুর রহমান। তিনি জানান, আহতদের মধ্যে প্রায় ৬০ জনকে প্রাথমিক চিকিৎসার পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া আরও ২৫ জনকে সেই হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের বেশিরভাগের আঘাত তুলনামূলকভাবে হালকা।

আহতদের মধ্যে অনেকেই ছিলেন কলেজের শিক্ষার্থী ও কর্মচারী। দুর্ঘটনার পরপরই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজের আশপাশের এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র জনমনে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা।

উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিমান বাহিনী সূত্রে জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

-সুত্রঃজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত