জানুন আগুন ও দুর্ঘটনা থেকে বাঁচার করণীয় দোয়া

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৬:৪২:২৩
জানুন আগুন ও দুর্ঘটনা থেকে বাঁচার করণীয় দোয়া

মানবজীবনে হঠাৎ ঘটে যাওয়া বিপদ যেমন অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা, মুহূর্তেই সবকিছু তছনছ করে দিতে পারে। ইসলামে এসব অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচার জন্য কেবল বাহ্যিক সতর্কতাই নয়, বরং আধ্যাত্মিক প্রতিরক্ষার মাধ্যম হিসেবেও কিছু দোয়ার নির্দেশনা রয়েছে। রাসূল (সা.) ও সাহাবায়ে কিরামের জীবন থেকে পাওয়া এসব দোয়া মানুষের আত্মা ও মনকে প্রশান্তি দেয়, একইসঙ্গে বিপদ থেকে আল্লাহর রহমত ও সাহায্য কামনার পথ তৈরি করে।

আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে দোয়া ও আমল

আগুন কিয়ামতের একটি শাস্তি হওয়া সত্ত্বেও দুনিয়াতেও অনেক সময় মানুষের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ (সা.) বিভিন্ন হাদীসে আগুনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য দিকনির্দেশনা দিয়েছেন।

বিশিষ্ট সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন:

"তোমরা যখন আগুন দেখ, তখন তাকবীর দাও।"কারণ, "তাকবীর (আল্লাহু আকবার) আগুন নিভিয়ে দেয়।"(মুসনাদে আহমদ)

এছাড়া, আগুনের হাত থেকে বাঁচার জন্য একাধিকবার এই দোয়াটি পাঠ করা যায়:

"حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ"উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিলঅর্থ: "আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক।"

এই দোয়ার মাধ্যমে আল্লাহর উপর নির্ভরতা ও আত্মসমর্পণের চূড়ান্ত প্রকাশ ঘটে, যা যে কোনো ধরনের বিপদে সুরক্ষার ঢাল হয়ে দাঁড়ায়।

২. দুর্ঘটনা বা অপ্রত্যাশিত বিপদ থেকে সুরক্ষার দোয়া

পথে চলতে, গাড়ি চালাতে, বা দৈনন্দিন জীবনের যেকোনো সময়েই দুর্ঘটনার মুখোমুখি হওয়া অস্বাভাবিক নয়। এসব দুর্ঘটনা থেকে রক্ষা পেতে রাসূল (সা.) কিছু দোয়া আমাদের শিখিয়েছেন, যা আমাদের অন্তরে আশ্রয়ের অনুভব জাগিয়ে তোলে।

বিশিষ্ট হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) এই দোয়াটি পাঠ করতেন:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ وَشَرِّ قَضَاءِ وَشَمَاتَةِ الْأَعْدَاءِউচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালাই, ওয়া শাররি কাযাইকা, ওয়া শামাতাতিল আ’দাঅর্থ: “হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃসহ বিপদ, খারাপ তাকদির এবং শত্রুদের বিদ্রূপ থেকে।”

এই দোয়া মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে এবং আল্লাহর দয়া ও হেফাজতের আশ্রয় গ্রহণে উদ্বুদ্ধ করে।

এছাড়া, আগেই বর্ণিত "হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল" দোয়াটিও দুর্ঘটনা কিংবা বিপদজনক পরিস্থিতিতে পাঠ করা অত্যন্ত উপকারী।

আধ্যাত্মিক প্রস্তুতি ও আত্মনির্ভরতার গুরুত্ব

দোয়া পাঠের পাশাপাশি একজন মুসলমান হিসেবে আমাদের উচিত দৈনন্দিন জীবনে নৈতিকতা বজায় রাখা, বেশি বেশি আল্লাহর জিকির করা, এবং বিপদের সময় সজাগ থাকা। রাসূলুল্লাহ (সা.) বলেন:

"যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সাতবার এই দোয়া পাঠ করবে, সে আল্লাহর নিরাপত্তায় থাকবে— 'হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু...' (আবু দাউদ)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ