করোনার টিকা নেওয়ার পর ঝাপসা দৃষ্টি? গবেষণায় উঠে এল নতুন সতর্কতা

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ২০:২৩:৪৯
করোনার টিকা নেওয়ার পর ঝাপসা দৃষ্টি? গবেষণায় উঠে এল নতুন সতর্কতা
ছবিঃ সংগৃহীত

করোনা মহামারির ভয়াবহতা এখনো মানুষের মনে দগদগে দাগ হয়ে আছে। ২০২০ সালে এই মহামারি থামিয়ে দেয় গোটা পৃথিবীর স্বাভাবিক গতি। লাখ লাখ মানুষ প্রাণ হারায়, অসংখ্য পরিবার হারায় প্রিয়জন। এমন সময় বিজ্ঞানীরা দ্রুত উদ্ভাবন করেন নানা টিকা—ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম—যেগুলো অসংখ্য প্রাণ বাঁচাতে সাহায্য করে।

তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকা চোখের স্বচ্ছ অংশ কর্নিয়ায় কিছু পরিবর্তন ঘটাতে পারে। বিশেষ করে কর্নিয়ার ভিতরের এন্ডোথেলিয়াল কোষের গঠন ও ঘনত্বে প্রভাব ফেলতে পারে এই টিকা।

এই তথ্য উঠে এসেছে ১৮ জুলাই ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর একটি প্রতিবেদনে। তারা জানায়, তুরস্কে ৬৪ জন ব্যক্তির উপর চালানো গবেষণায় দেখা যায়, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই মাস পর তাঁদের কর্নিয়ার পুরুত্ব সামান্য বেড়ে যায় এবং এন্ডোথেলিয়াল কোষের সংখ্যা গড়ে ৮ শতাংশ কমে যায়। একই সঙ্গে কোষের স্বাভাবিক ছয়কোনা গঠনে ভিন্নতা দেখা দেয়, যা চোখের উপর অতিরিক্ত চাপ বা কোষ ক্ষয়ের ইঙ্গিত দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ মানুষের জন্য তাৎক্ষণিকভাবে এই পরিবর্তন ক্ষতিকর নয়। কিন্তু যাঁদের চোখে আগে থেকেই অস্ত্রোপচার হয়েছে বা কর্নিয়া সংবেদনশীল, তাঁদের জন্য এটি ভবিষ্যতে দৃষ্টিশক্তির ঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় কর্নিয়াল টপোগ্রাফি ও স্পেকুলার মাইক্রোস্কোপির মাধ্যমে এই পরিবর্তনগুলো বিশ্লেষণ করা হয়।

তবে গবেষকেরা এটিও স্পষ্ট করে জানিয়েছেন—এই তথ্য জানার পর টিকা নেওয়া বন্ধের কোনো প্রয়োজন নেই। বরং যাঁদের চোখে আগে থেকে কোনো সমস্যা রয়েছে, তাঁদের উচিত নিয়মিত চক্ষু পরীক্ষা করানো এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া।

শেখ ফরিদ

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত