বিমান বিধ্বস্ত: শহীদের তালিকায় যুক্ত হলেন পাইলট তৌকির ইসলাম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ২০:০৪:২৯
বিমান বিধ্বস্ত: শহীদের তালিকায় যুক্ত হলেন পাইলট তৌকির ইসলাম
ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এরপর মাত্র ১২ মিনিটের মাথায়, অর্থাৎ ১টা ১৮ মিনিটে বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা আকাশ থেকে বিকট শব্দে স্কুল চত্বরে বিমানটি পড়লে মুহূর্তেই আগুন ধরে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন আরও অন্তত ১১৬ জনের বেশি, যাঁদের অনেকেই দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের জানান, ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে সর্বস্তরের মানুষ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত