আগুন, ধোঁয়া আর আতঙ্ক:  মাইলস্টোন ট্র্যাজেডির গল্প এক শিক্ষকের মুখে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৬:১৩:১৫
আগুন, ধোঁয়া আর আতঙ্ক:  মাইলস্টোন ট্র্যাজেডির গল্প এক শিক্ষকের মুখে
ছবিঃ ডেইলি স্টার

“ঠিক তখনই স্কুল ছুটি হয়েছে। ছাত্রছাত্রীরা গেটের সামনে অপেক্ষা করছিল। হঠাৎ দেখি আগুন — একেবারে অপ্রত্যাশিত, আর আমরা ছিলাম সম্পূর্ণভাবে অপ্রস্তুত।”

এভাবেই শুরু করলেন মিলেস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত এক শিক্ষক, যিনি বর্তমানে উত্তরা লুবানা হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মিলেস্টোন কলেজ চত্বরেই বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। শিক্ষার্থীরা তখন ছুটি শেষে স্কুল ত্যাগ করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আর ঠিক সেই সময়েই আগুনের বিস্ফোরণ ঘটে।

“কোনো সতর্কবার্তা ছিল না। কিছু বোঝার আগেই দেখি চারদিক জ্বলছে। চোখের সামনে আগুন, এরপর ধোঁয়া। কিছুই দেখা যাচ্ছিল না,” বলেন শিক্ষকটি।

তিনি জানান, আগুনে তার দুই হাত পুড়ে গেছে। শ্বাসকষ্টও শুরু হয়, মুখমণ্ডল ও কান ঝলসে যায়।

“আমি দৌড়ে ওয়াশরুমে যাই, একটা ভেজা কাপড় নিই, নাক-মুখ ঢেকে নিই। পাশের ছাত্রদেরও বলি তাই করতে। অনেকের জামায় তখনই আগুন ধরে গিয়েছিল। বলি, নিচু হয়ে থাকো, মুখ ঢেকে রাখো। ধোঁয়া শ্বাসের জন্য ভয়ানক — কখনো কখনো প্রাণঘাতী।”

তার সঙ্গে থাকা তিনজন শিক্ষার্থী প্রাণে বেঁচে যায়। তবে তাদের একজনের শরীরের বড় অংশ পুড়ে যায় এবং তাকে পরে ক্যান্টনমেন্টে অবস্থিত বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

“আমি আমার স্কার্ফ দিয়েই তাকে পেঁচিয়ে ধরেছিলাম, কিছুই ছিল না তখন। নিজেও ব্যথায় ছটফট করছিলাম, কিন্তু চেষ্টা করেছি স্থির থাকতে, বাকি সবাইকে শান্ত রাখতে,” বলেন আহত শিক্ষক।

তিনি জানান, আগুনের প্রথম ঝলক দেখেই তিনি বিপদের আঁচ পেয়েছিলেন। “একটা ঝলক, তারপর আগুন ছড়িয়ে পড়ল। কোনো সময় ছিল না। আমরা সিদ্ধান্ত নেবার সুযোগই পাইনি। মুহূর্তেই চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যায়।”

উদ্ধার কাজ দ্রুত শুরু হলেও আগুনের ব্যাপকতা এতটাই ছিল যে, অনেক শিক্ষক-শিক্ষার্থী ভেতরে আটকা পড়ে যান।

প্রশ্ন করা হলে, তিনি জানান এখনও অন্য গুরুতর আহত শিক্ষার্থীদের সম্পর্কে তিনি নিশ্চিত নন। তবে মনে করছেন, ক্ষয়ক্ষতি অনেক বড়।

“ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে, কিছু করার সুযোগই ছিল না। পুরোপুরি অপ্রস্তুত ছিলাম আমরা,” বললেন তিনি দীর্ঘশ্বাস ফেলে।

-সুত্রঃডেইলি স্টার

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ