মাইলস্টোন ট্র্যাজেডি: বৈমানিক তৌকির সহ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৮:০২:২৬
মাইলস্টোন ট্র্যাজেডি: বৈমানিক তৌকির সহ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে
ছবিঃ সংগৃহীত

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যু নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত এক তরুণ বৈমানিক। দুর্ঘটনার সময় তিনি প্রশিক্ষণ ফ্লাইটে ছিলেন এবং উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়।

বিমান দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন। সেনাসদস্যদের অনেককে আহত শিক্ষার্থী ও শিক্ষককে কাঁধে করে বহন করে অ্যাম্বুলেন্স বা রিকশাভ্যানে তুলতে দেখা যায়।

নিহতদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় বাসিন্দা এবং স্কুল-ক্যাম্পাসে অবস্থানরত অন্যান্য কর্মী। বিভিন্ন হাসপাতালে দগ্ধ ও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শতাধিক মানুষ। বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে আহতদের মাঝে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সরকার ইতোমধ্যেই এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ মর্মান্তিক ঘটনার তদন্তে বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-সুত্রঃআইএসপিআর ও ফায়ার সার্ভিস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত