আলেশা মার্ট কেলেঙ্কারিতে রায় ঘোষণা

২০২৫ জুলাই ২১ ১৭:৪৫:২৮
আলেশা মার্ট কেলেঙ্কারিতে রায় ঘোষণা

প্রতারণার দায়ে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে চার বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। একইসঙ্গে আদালত তাদের ৭ হাজার টাকা করে জরিমানা করেন, অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে দণ্ডিতদের।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

২০২২ সালের ৪ আগস্ট ভুক্তভোগী আলা উদ্দিন হোসেন প্রতারণার অভিযোগে মঞ্জুর আলম শিকদার ও সাদিয়া চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ১৫ আগস্ট তিনি আলেশা মার্টের অফারে আকৃষ্ট হয়ে ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকা পরিশোধ করে তিনটি মোটরসাইকেলের অর্ডার দেন।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিষ্ঠানটি মোটরসাইকেল সরবরাহে ব্যর্থ হয়। এ পরিস্থিতিতে তিনি পণ্যের পরিবর্তে টাকা ফেরত চাইলে আসামিপক্ষ ২০২২ সালের ২১ এপ্রিল একটি চেক প্রদান করে। কিন্তু ব্যাংকে জমা দিলে দেখা যায়, চেকে নির্ধারিত অর্থের পর্যাপ্ত ব্যালেন্স নেই, ফলে চেকটি প্রত্যাখ্যাত হয়।

পরে তিনি আসামিদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান, তাতেও কোনো প্রতিকার না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন এবং অর্থ আত্মসাৎ ও চেক ডিজঅনার আইনে মামলা করেন।

২০২3 সালের ১৫ ডিসেম্বর মামলার চার্জগঠন শেষে বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সোমবার দণ্ডাদেশ ঘোষণা করেন।

উল্লেখ্য, আলেশা মার্ট দেশের ই-কমার্স খাতে এক সময় অত্যন্ত আলোচিত একটি নাম ছিল। স্বল্পমূল্যে উচ্চমূল্যের পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে অগ্রিম অর্থ সংগ্রহ করে। কিন্তু একাধিক অভিযোগ থেকে জানা যায়, অনেক গ্রাহক সময়মতো পণ্য পাননি বা তাদের অর্থ ফেরত পাননি।

বর্তমান রায়টি শুধু একজন ভুক্তভোগীর মামলায় এসেছে, তবে এটিকে আলেশা মার্টের বিরুদ্ধে বৃহৎ পরিসরে দায়ের হওয়া প্রতারণা মামলাগুলোর একটি দৃষ্টান্তমূলক রায় হিসেবে দেখা হচ্ছে।

আইনজীবীরা বলছেন, এই রায় ই-কমার্স খাতে প্রতারণার বিরুদ্ধে একটি শক্ত বার্তা বহন করে। ডিজিটাল বাণিজ্যে দায়বদ্ধতা নিশ্চিত করতে আদালতের এ ধরনের রায় প্রয়োজনীয় ছিল।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত