চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়লো ১৩ লাখ টাকার চোরাই যেসব মালামাল!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৪:৪৭:৪৬
চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়লো ১৩ লাখ টাকার চোরাই যেসব মালামাল!
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও চোরাচালানের প্রচেষ্টা ভেস্তে গেছে। দুবাই থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। রোববার (২০ জুলাই) রাতে এ অভিযান চালানো হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৬৫ কার্টুন মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২,০৭৬টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম। এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। আটক যাত্রীরা হলেন ফেনী জেলার বাসিন্দা মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের রাউজান উপজেলার মোশাররফ হোসেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বলেন, “রাত সাড়ে ৯টার দিকে সন্দেহভাজন দুজন যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সিগারেট ও নিষিদ্ধ কসমেটিকস পাওয়া যায়, যা বাণিজ্যিক পরিমাণে ছিল। এই ধরনের পণ্য ব্যক্তিগত লাগেজে বহন করাও শুল্ক ও আমদানি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।”

ঘটনার পর দুজনকে আটক করা হলেও পরবর্তীতে নির্ধারিত পরিমাণ অর্থ জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে তাদের পাসপোর্ট নম্বর কাস্টমস কর্তৃপক্ষের রেকর্ডে সংরক্ষণ করা হয়েছে এবং ভবিষ্যতে একই অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এনএসআই ও কাস্টমস সূত্রে জানা গেছে, সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে আগত যাত্রীদের মাধ্যমে বিদেশি সিগারেট, স্বর্ণ, মোবাইল ফোন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী চোরাচালানের প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব পণ্য বাংলাদেশে উচ্চ করের কারণে অনেক বেশি দামে বিক্রি হয়, ফলে অসাধু যাত্রীরা সহজে লাভের আশায় এ পথ বেছে নিচ্ছেন।

চোরাচালান প্রতিরোধে কাস্টমস ও নিরাপত্তা সংস্থাগুলো বিমানবন্দরে নজরদারি ও স্ক্যানিং কার্যক্রম আরও জোরদার করেছে বলে জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষও এ বিষয়ে যাত্রীদের সতর্ক করে বলেছে, কোনোভাবেই অবৈধ পণ্য বহন সহ্য করা হবে না।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ