“জাতীয় শোকের মুহূর্ত”—মাইলস্টোন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৫:৩৮:০১
“জাতীয় শোকের মুহূর্ত”—মাইলস্টোন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া
ছবিঃ সংগৃহীত

ঢাকার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে, তাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৫ জুলাই) এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এটি পুরো জাতির জন্য গভীর বেদনার মুহূর্ত।”

তিনি আরও বলেন, “আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, বিশেষ করে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় জরুরি সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি।”

প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানটি মাইলস্টোন কলেজের আঙিনায় বিধ্বস্ত হলে আগুন ধরে যায় এবং এতে নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

-সুত্রঃ ডেইলি সান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত