স্বপ্নে আইসক্রিমের ঢল! ১০০ টাকায় ৩ মিনিটে যত খুশি খাও!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১৭:৪০:০১
 স্বপ্নে আইসক্রিমের ঢল! ১০০ টাকায় ৩ মিনিটে যত খুশি খাও!

বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষে দেশব্যাপী এক আনন্দঘন আয়োজনের সাক্ষী হলো দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’। ২০ জুলাই, শনিবার দুপুর ১২টা থেকে দেশের ৬০০টিরও বেশি আউটলেটে একযোগে শুরু হয় ‘আনলিমিটেড আইসক্রিম ফেস্ট’—এক অভিনব প্রচারণা, যেখানে মাত্র ১০০ টাকায় ক্রেতারা টানা ৩ মিনিট নিজেদের পছন্দ অনুযায়ী যত খুশি আইসক্রিম উপভোগ করতে পেরেছেন।

এই ব্যতিক্রমধর্মী অফারকে কেন্দ্র করে রাজধানী থেকে শুরু করে গ্রাম-গঞ্জের শপিং আউটলেটগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। পরিবার ও বন্ধুদের সঙ্গে ছোট-বড় সবাই অংশ নিয়েছে এই আয়োজনের আনন্দে। একেকজন বেছে নিয়েছে নিজের পছন্দমতো আইসক্রিম ফ্লেভার চকোলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো, কোকোনাটসহ আরও অনেক স্বাদ, যা মুহূর্তেই বদলে দিয়েছে তাদের দিনটিকে।

স্বপ্নের বিপণন বিভাগের প্রধান তানভীর হোসেন বলেন, “আমরা শুধু পণ্য বিক্রি করি না, আমরা চাই আমাদের গ্রাহকরা যেন প্রতিটি অভিজ্ঞতাকে আনন্দ ও স্মৃতিতে রূপ দিতে পারেন। এই আয়োজন ছিল সে উদ্দেশ্যেরই অংশ।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইন নিয়ে দারুণ সাড়া পাওয়া গেছে। অনেকেই ছবি ও ভিডিও শেয়ার করে জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথা। অনেক ব্যবহারকারী এটিকে ‘স্মরণীয় মুহূর্ত’ বলে আখ্যা দিয়েছেন।

বিশ্বব্যাপী জুলাই মাসের তৃতীয় রবিবার উদযাপিত হয় আইসক্রিম দিবস। বাংলাদেশে এই দিনকে কেন্দ্র করে এত বড় পরিসরে এমন আনন্দমুখর আয়োজন এর আগে তেমন চোখে পড়েনি। স্বপ্নের এই উদ্যোগ দেশে ভোক্তা-সংস্কৃতির এক নতুন মাত্রা যোগ করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বপ্ন জানায়, তারা ভবিষ্যতেও এমন নতুন, আনন্দদায়ক এবং গ্রাহককেন্দ্রিক আয়োজন নিয়ে আসবে, যা শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং মানুষের জীবনে ছোট ছোট আনন্দের মুহূর্ত যোগ করবে। তাদের লক্ষ্য, কেনাকাটাকে আরও অর্থবহ, স্মরণীয় ও আনন্দময় করে তোলা।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ