পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে অর্থনৈতিক বিপ্লবের সম্ভাবনা: সাখাওয়াত হোসেন

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১০:০২:৪৯
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে অর্থনৈতিক বিপ্লবের সম্ভাবনা: সাখাওয়াত হোসেন
ছবিঃ সংগৃহীত

শিপিং অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “সরকার পায়রা বন্দরের আধুনিকায়ন এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করতে চায়।”

আজ বরগুনার কুয়াকাটায় পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “যদি মাস্টারপ্ল্যানটি সফলভাবে বাস্তবায়ন করা যায়, তবে এটি শুধু একটি বন্দরই থাকবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক চালিকাশক্তিতে রূপান্তরিত হবে।”

সেমিনারে স্বাগত বক্তব্য দেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। তিনি জানান, ২০২৬ সালের জুলাই মাসের মধ্যেই বন্দরের প্রথম টার্মিনাল চালু করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্য পূরণে সরকারের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রস্তুতি ও সমর্থনের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারে অংশ নেন সামরিক ও নৌবাহিনী সংশ্লিষ্ট সংস্থা, বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী অংশীদার, মাস্টারপ্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং নেদারল্যান্ডসের রয়েল ডাচ ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রতিনিধিরা।

বুয়েটের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ এবং রয়েল হাসকোনিং ডিএইচভি-এর টমি লোডার পায়রা বন্দরের মাস্টারপ্ল্যানের বিভিন্ন দিক উপস্থাপন করেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল ও উন্নয়ন বিষয়ক সদস্য কমোডর মোহাম্মদ আবদুল কাদের বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত উন্নয়ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “সামুদ্রিক বাণিজ্যের জন্য পায়রা বন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দেশের প্রবৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।”

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ