ভারতের আধিপত্যে থমকে গেল এশিয়া কাপ আয়োজন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ০৯:২৪:৫৩
ভারতের আধিপত্যে থমকে গেল এশিয়া কাপ আয়োজন
ছবিঃ সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে আবারও অনিশ্চয়তায় পড়েছে এশিয়া কাপ আয়োজন। টুর্নামেন্ট নিয়ে চলছে নানা কূটনৈতিক হিসাব-নিকাশ ও আধিপত্যের লড়াই, যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ভারত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ২৪ জুলাই ঢাকায় হওয়ার কথা থাকলেও সেটি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং এসিসির সভাপতি মহসিন নাকভির প্রস্তাবে হুট করে রাজি হয়ে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবির পরিচালকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়ায় তৈরি হয়েছে অভ্যন্তরীণ অসন্তোষ।

বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বুলবুল ভাই বোঝেননি, এটা বোঝার কথাও না। সব প্রস্তাবই যে আমাদের জন্য ভালো, তা নয়। তিনি আমাদের সঙ্গে একবারও কথা বলেননি।”

এই পরিস্থিতির পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবকও কাজ করছে। এশিয়া কাপের আয়ের বড় অংশই আসে ভারতের বাজার থেকে। ভারতের জাতীয় দল টুর্নামেন্টে থাকায় দেশটির বড় বড় কোম্পানি স্পন্সর হয়ে থাকে। সে কারণে ভারত চায় এ টুর্নামেন্ট তার শর্তেই চলুক।

ভারতের সঙ্গে এবার ঘনিষ্ঠ অবস্থানে রয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। পাকিস্তান বরাবরের মতো ভিন্ন অবস্থানে থাকায় বৈঠকে মতৈক্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকেট উন্নয়ন নিয়ে বেশ সক্রিয় থাকলেও, কূটনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতার অভাবের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবশেষ পরিস্থিতি বলছে, আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে বিষয়টি না মেটাতে পারলে, এবারের এশিয়া কাপ না-ও হতে পারে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ