চবিতে ছাত্রলীগের 'ত্যাগী নেতা' আবরার এখন শিবির সভাপতি!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ০৯:৫৬:২৭
চবিতে ছাত্রলীগের 'ত্যাগী নেতা' আবরার এখন শিবির সভাপতি!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সোহরাওয়ার্দী হল সভাপতি আবরার ফারাবীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কারণ, তিনি পূর্বে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সময় দেওয়া তার কিছু ফেসবুক পোস্ট ও ছবি সম্প্রতি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া এসব পোস্টে জামায়াত-শিবিরের বিরুদ্ধে তীব্র ভাষায় মন্তব্য এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

ফেসবুকে ‘এন ইউ আবরার ফারাবী’ নামের একটি আইডি থেকে ২০২১ সালের ২৯ ডিসেম্বর ও ২০২২ সালের ১৪ নভেম্বরের দুটি পোস্ট ছড়িয়ে পড়ে। প্রথম পোস্টে তিনি জামায়াত-শিবিরকে “খুনি” আখ্যা দিয়ে চবি ছাত্রলীগের সাবেক নেতা শহীদ আলী মরতুজা চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে বিচার না পাওয়ার হতাশা প্রকাশ করেন। দ্বিতীয় পোস্টে ছাত্রলীগ নেতা ড. রবিউল হাসানকে “ত্যাগী” হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, শিবিরের মিথ্যা মামলায় তিনি দীর্ঘ সময় জেল খেটেছেন এবং শিবিরবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়াও ওই ফেসবুক আইডিতে তৎকালীন ছাত্রলীগ নেতা ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের সঙ্গে ‘প্রিয় ভাই’ সম্বোধনে পোস্ট এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানোর ছবি ও বার্তাও পাওয়া যায়।

বিষয়টি নিয়ে সমালোচনার মুখে আবরার ফারাবী তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, ২০২২ সালের ১৭ জুন পর্যন্ত তিনি ছাত্রলীগে ছিলেন এবং পরে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের সব ধরনের রাজনীতি থেকে সরে এসে ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হন। তিনি বলেন, “আমি ছাত্রলীগ করেছি, এটা অস্বীকার করছি না, তবে ২০২২ সালের জুনের পর থেকে আর ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।” তিনি জানান, ছাত্রশিবিরে যুক্ত হওয়ার পর হল ছেড়ে আদর্শিকভাবে নিজেকে প্রস্তুত করেন এবং সংগঠনের নিয়ম অনুযায়ী মানোন্নয়ন করে দায়িত্বশীল পদে আসেন। তিনি আরও জানান, ‘জুলাই বিপ্লব’ শুরু হলে তিনি সক্রিয়ভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং 'বৈষম্যবিরোধী আন্দোলন' নামে একটি গ্রুপের সূচনা করেন।

চবি শিবির শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, আবরার ফারাবীর বিরুদ্ধে বর্তমানে যেসব বিতর্ক তোলা হচ্ছে, সেগুলো তার ছাত্রলীগে থাকা অবস্থার পুরনো পোস্ট। তিনি জানান, আবরার দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে শিবিরে মানোন্নয়ন করে দায়িত্বশীল হন এবং ২০২৪ সালের শুরু থেকেই সোহরাওয়ার্দী হল শাখার নেতৃত্বে যুক্ত ছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি হল শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ