অবিশ্বাস্য! ৯ বছর পর পাকিস্তানকে হারালো বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ২১:৩১:২৬
অবিশ্বাস্য! ৯ বছর পর পাকিস্তানকে হারালো বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল বাংলাদেশ। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ বোলিং ও দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটে জয়ের দেখা পেল টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান দল ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায়। দলটির হয়ে ওপেনার ফখর জামান করেন সর্বোচ্চ ৪৪ রান, অন্যদিকে আব্বাস আফ্রিদি করেন ২২ রান। বাংলাদেশ দলের পেস আক্রমণে দারুণ সাফল্য আসে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের হাত ধরে। মোস্তাফিজ মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে একটি রেকর্ড। তাসকিনও নেন ৩ উইকেট, মাত্র ২২ রানে।

১১১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে তানজিদ হাসান তামিম মাত্র ১ রান করে ফিরেন। এরপর অধিনায়ক লিটন দাসও ৪ বলে ১ রান করে ফেরত যান। স্কোরবোর্ডে তখন মাত্র ৭ রান, উইকেট হারানো ২টি।

এ অবস্থায় দলকে বিপদ থেকে উদ্ধার করেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় ও ওপেনার পারভেজ হোসেন ইমন। তারা গড়ে তোলেন ৭৩ রানের দুর্দান্ত জুটি। হৃদয় করেন ৩৬ রান, ৩৭ বলে।

অন্যদিকে, ম্যাচের নায়ক হয়ে ওঠেন পারভেজ হোসেন ইমন। তিনি ৩৯ বল মোকাবেলায় ৫টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার এই ইনিংসেই বাংলাদেশ জয় নিশ্চিত করে ফেলে ২৮ বল হাতে রেখেই।

এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালের পর প্রথম টি-টোয়েন্টি জয় পেল টাইগাররা। সেই ম্যাচেও জয় এসেছিল মিরপুরেই।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ