উইকেট যেন টাইগারদের বন্ধু, মিরপুরে পাকিস্তানকে থামাল বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১৯:৫২:৩০
উইকেট যেন টাইগারদের বন্ধু, মিরপুরে পাকিস্তানকে থামাল বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

ম্যাচের আগে মিরপুরের উইকেট নিয়ে অনেক আলোচনা হয়েছিল—ব্যাটারদের সহায়তা করবে, নাকি বোলারদের? শেষ পর্যন্ত মাঠে নেমেই দেখা গেল, উইকেট ছিল একেবারে বোলারবান্ধব। আর সেই সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে পাকিস্তানকে মাত্র ১১০ রানে গুটিয়ে দিলেন বাংলাদেশের বোলাররা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান লিটন দাস। টানা ৯ ম্যাচ পর টস জিতে ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি—তা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের বোলিং ইউনিট।

ম্যাচের শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারেই ওপেনার সাইম আইয়ুবকে মাত্র ৬ রানে ফেরান তিনি। পাওয়ার প্লের মধ্যেই পাকিস্তান হারায় ৪ উইকেট, সংগ্রহ করে মাত্র ৪১ রান। এরপর একে একে ফিরে যান আরও গুরুত্বপূর্ণ ব্যাটাররা।

পাকিস্তানের প্রথম ৬ ব্যাটারের মধ্যে পাঁচজনই দুই অঙ্কের আগে বিদায় নেন। কেবল ওপেনার ফখর জামান করেন দলীয় সর্বোচ্চ ৪৪ রান। যদিও ইনিংসের প্রথম ওভারে মাত্র ৪ রানেই জীবন পেয়েছিলেন তিনি—শেখ মেহেদীর বলে ক্যাচ দিয়ে বেঁচে যান তাসকিনের হাতে।

শেষ পর্যন্ত খুশদিল শাহর সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন ফখর। এরপর ব্যাট হাতে কিছুটা লড়াই করেন আব্বাস আফ্রিদি। তিন ছক্কায় ২২ রান করে পাকিস্তানের ইনিংসকে কোনও মতে একশ পার করান তিনি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে কৃপণ ও কার্যকর বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রান দিয়ে শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। তানজিম সাকিব ও শেখ মেহেদী তুলে নেন একটি করে উইকেট।

উইকেট যেমনটা ছিল, তাতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংই সফরকারী দলের ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দেয়। সিরিজে এগিয়ে যেতে বাংলাদেশের সামনে এখন অপেক্ষাকৃত সহজ লক্ষ্য।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ