দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে নুরুল হক নূর

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ২১:৪৩:৫৯
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে নুরুল হক নূর
‘জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন নুরুল হক ছবি: প্রথমআলো

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক (Proportional Representation - PR) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, জামায়াতসহ আরও কিছু রাজনৈতিক দল এ পদ্ধতির পক্ষে। এমনকি গণ অধিকার পরিষদও চাইছে অন্তত উচ্চকক্ষে হলেও পিআর পদ্ধতির বাস্তবায়ন হোক।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত 'জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।

নূরুল হক আরও বলেন, “২০২১ সালে দল ঘোষণার সময়ই আমরা বলেছিলাম—এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। একই ব্যক্তি দলের প্রধান ও সরকারপ্রধান—দু'টি পদে একসঙ্গে থাকতে পারবেন না। পার্লামেন্ট হতে হবে অংশগ্রহণমূলক, যেখানে সংখ্যানুপাতিক নির্বাচন চালু থাকবে। আমরাই বলেছিলাম—দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের কথা।”

তিনি আরও বলেন, “আমাদের রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পরিবর্তন না আনলে আগের মতোই প্রশাসনের আচরণ থাকবে। তাহলে এত ত্যাগ ও সংগ্রামের অর্থ কী থাকবে?”

সভায় অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “বিশ্বের বহু গণ–অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণ–অভ্যুত্থান সফল হয়েছে, কারণ শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে—সেটাও আবার ভারতে। এই গণ–অভ্যুত্থান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়ই হতে পারত, কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল না।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্যসচিব সরকার নুরে এরশাদ সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান। আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ এবং আইনজীবী নেতা মো. খাদেমুল ইসলাম।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ