গোপন দলিল ফাঁস: এনবিআর কর্মকর্তা দ্বিতীয় সচিব মুকিতুল বরখাস্ত

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৮:২৪:৩১
গোপন দলিল ফাঁস: এনবিআর কর্মকর্তা দ্বিতীয় সচিব মুকিতুল বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (উপকমিশনার) মুকিতুল হাসানকে শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ জুলাই) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা একটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রের গোপন নথিপত্র প্রকাশ করে মুকিতুল হাসান চাকরির শৃঙ্খলার পরিপন্থী আচরণ করেছেন। এ ঘটনায় তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তের সময় তিনি সরকারি বিধান অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব বোর্ডে সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় এনবিআরের ২১ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে সরকার। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় সচিব পর্যায়ের একজন কর্মকর্তাকেও বরখাস্ত করা হলো।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ