“আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া”— দুই দলকে একহাত নিলেন ফয়জুল করীম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১৯:৫৯:০৭
“আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া”— দুই দলকে একহাত নিলেন ফয়জুল করীম
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম । ছবিঃইত্তেফাক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই চাঁদাবাজ রাজনীতির প্রতিনিধিত্ব করছে। একদল শাহী চাঁদাবাজ, আরেকদল ছ্যাঁচড়া চাঁদাবাজ বলেও মন্তব্য করেন তিনি। তিনি দাবি করেন, দেশের মানুষ এখন একটি চাঁদাবাজমুক্ত রাষ্ট্র চায়।

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী যুব আন্দোলনের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন।

ফয়জুল করীম বলেন, “বিএনপি এখন মুচির কাছেও যায়, টেম্পোস্ট্যান্ডেও যায় ভোট চাওয়ার জন্য। দেশের রাজনৈতিক অবস্থা এখন এমন জায়গায় গেছে যেখানে নীতি ও আদর্শের কোনো মূল্য নেই।”

তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে প্রকৃত পার্থক্য কাঁটাতারের বেড়া নয়, আদর্শ ও বিশ্বাসের। বাংলাদেশ মুসলমানদের দেশ—এটাই বড় পার্থক্য। ইসলাম যদি ধ্বংস হয়, তাহলে এ দেশকেও একদিন ভাগিয়ে নেওয়া হবে।”

ভারতের এক সাম্প্রতিক মানচিত্রের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “সেই মানচিত্রে বাংলাদেশকে ভারতের ভেতরে দেখানো হয়েছে। কাশ্মীর, হায়দরাবাদও একসময় স্বাধীন ছিল। এখন ভারতের দখলে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে।”

দুই প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের এ নেতা। তিনি বলেন, “যে নেতারা দুই নম্বর চরিত্রের, তাদের হাতে দেশ কখনো এক নম্বর হতে পারে না। নৌকা, লাঙল, ধানের শীষ—সবকিছুই বারবার ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে হাতপাখাকে একবার সুযোগ দেওয়ার।”

তিনি আরও বলেন, “আমরা যদি একবার সুযোগ পেয়ে ফেল করি, তাহলে আর নির্বাচনের ময়দানে আসব না। কিন্তু ওরা বারবার ফেল করেও ক্ষমতায় ফিরে আসে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজসহ দলীয় নেতাকর্মীরা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ