ভাইরাল বিয়ে: দুই ভাইয়ের সঙ্গে এক কনে!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ২০:২৯:০৮
ভাইরাল বিয়ে: দুই ভাইয়ের সঙ্গে এক কনে!
ছবিঃ সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের শিল্লাই গ্রামের হট্টি জনগোষ্ঠীর মধ্যে বহুপ্রাচীন বহুপতি প্রথার আলোকে দুই ভাই কপিল ও প্রদীপ নেগি মিলে বিয়ে করলেন সুনীতা চৌহান নামের এক নারীকে। শতাধিক মানুষের উপস্থিতিতে ১২ জুলাই থেকে তিন দিনব্যাপী আয়োজিত এই বিয়ে ঘিরে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

বিয়ে নিয়ে বর ও কনে জানিয়েছেন, সম্পূর্ণ স্বেচ্ছায় এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কনে সুনীতা, যিনি কুনহাট গ্রামের বাসিন্দা, বলেন, “এই প্রথা সম্পর্কে আমি জানতাম এবং আমি স্বেচ্ছায় রাজি হয়েছি। এই বন্ধনকে আমি শ্রদ্ধা করি।”

বড় ভাই প্রদীপ সরকারি চাকরিতে যুক্ত, আর ছোট ভাই কপিল কর্মসূত্রে বিদেশে থাকেন। প্রদীপ জানান, “আমরা আমাদের ঐতিহ্যকে সম্মান জানিয়ে প্রকাশ্যে বিয়েটি করেছি। এটা আমাদের যৌথ সিদ্ধান্ত ছিল।” কপিল বলেন, “এই বিয়ের মাধ্যমে আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসা, নিরাপত্তা ও পারিবারিক সহায়তা দিতে চাই।”

বিয়ের ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

হিমাচলের রাজস্ব আইনে বহুপতি প্রথা বা ‘জোড়িদারা’ স্বীকৃত একটি সামাজিক রীতিনীতি। ট্রান্স-গিরি অঞ্চলে এই প্রথা আগে ব্যাপক ছিল, তবে বর্তমানে নারী শিক্ষার বিস্তার এবং আর্থ-সামাজিক পরিবর্তনের কারণে এর চর্চা অনেক কমে এসেছে। তবে স্থানীয় প্রবীণদের মতে, এখনো কখনো কখনো গোপনে এমন বিয়ে হয়ে থাকে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই প্রথার পেছনের মূল কারণ ছিল পারিবারিক জমিজমার বিভক্তি রোধ করা। উপজাতি নারীদের পৈতৃক সম্পত্তিতে অধিকার থাকায় এই রীতি বহুদিন ধরে টিকে আছে।

গত ছয় বছরে এই অঞ্চলে অন্তত পাঁচটি বহুপতি বিয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হট্টি জনগোষ্ঠীকে ২০২২ সালে তপশিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ