তিস্তার পানি বাড়ছে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট—চরাঞ্চলে আতঙ্ক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ০৯:১৮:০৪
তিস্তার পানি বাড়ছে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট—চরাঞ্চলে আতঙ্ক
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে ঢুকছে পানি। ছবি : কালবেলা

উজানের ঢল ও ভারি বর্ষণের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা অঞ্চলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যেই চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। নদীর পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন তিস্তা তীরবর্তী মানুষজন।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৮ মিটার, যা বিপৎসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানাচ্ছেন, পানি যেভাবে বাড়ছে, তাতে দ্রুতই বিপৎসীমা অতিক্রম করতে পারে।

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে হাতীবান্ধা উপজেলার অন্তত ৬টি ইউনিয়নের ৮-১০টি চরাঞ্চলসহ, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন ও মহিষখোঁচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

ফসলি জমি, আমনের বীজতলা ও বসতভিটা জলের নিচে চলে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেক পরিবার নদীভাঙন ও বন্যার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন, তিস্তার পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও অবস্থা ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় তা বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে।

তিস্তা ব্যারাজের পানির পরিমাপক কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, পানি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। উজানের ঢল অব্যাহত থাকায় পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। তবে এখনই জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ