“ওয়াশিংটনের গোলামি মানি না”—কুড়িগ্রামে মামুনুল হক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ০৯:৪৫:৪৬
“ওয়াশিংটনের গোলামি মানি না”—কুড়িগ্রামে মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবিঃ সমকাল

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “২০২৪ সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলেও এখন সেই সরকারের নতুন ষড়যন্ত্রের আশঙ্কা দেখা দিচ্ছে। আমরা দলীয় গোলামির শিকল ভেঙেছি। ওয়াশিংটনের গোলামি করার জন্য ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়নি।”

শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই—জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে চালু করে ওয়াশিংটনের প্রভাব বিস্তারের ষড়যন্ত্র আমরা মেনে নেব না। বাংলাদেশের জনগণের অনুমোদন ছাড়া কেউ এ দেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম চালাতে পারবে না। এই দায়িত্ব কেবল জনগণের নির্বাচিত সরকারের।”

তিনি আরও বলেন, “তিন দিনের অস্থায়ী সরকার জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। বরং তাদের দায়িত্ব হবে দেশের উন্নয়নে মনোযোগ দিয়ে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা এবং কুড়িগ্রাম জেলা আমির মুফতি ইব্রাহিম খলিল নোমানী।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ