উদ্বোধনের দুই মাসেই 'উন্নয়ন' ধসে পড়ল ঝালকাঠিতে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১১:২৯:৪৯
উদ্বোধনের দুই মাসেই 'উন্নয়ন' ধসে পড়ল ঝালকাঠিতে

ঝালকাঠির সদরে সদ্য নির্মিত একটি আরসিসি ঢালাই সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ধস স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে, যাদের অভিযোগ, দুর্বল গাইড ওয়াল ও নিম্নমানের নির্মাণই এই বিপর্যয়ের মূল কারণ। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত গাবখান ব্রিজের পূর্ব পাশের ঢাল কিফায়েতনগর থেকে অনিল মাঝির খেয়াঘাট পর্যন্ত ১.৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি উপকূলীয় শহর জলবায়ু সহনশীল প্রকল্পের (CCCRP) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে নির্মিত হয়। প্রকল্প ব্যয়ের পরিমাণ নির্ধারিত ছিল ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৭৪১ টাকা।

গত ৮ মে বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এই সড়কের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। তবে উদ্বোধনের এত দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পের গাইড ওয়াল ধসে পড়ায় প্রশ্ন উঠেছে নির্মাণ কাজের মান ও তদারকি নিয়ে।

স্থানীয়দের অভিযোগ, পূর্বের ঠিকাদার দায়িত্বহীনভাবে গাইড ওয়াল নির্মাণ করেন, যেখানে কোনো পাইলিংয়ের ব্যবস্থা রাখা হয়নি। এমন দুর্বল গাইড ওয়ালের উপরেই পরবর্তী সময়ে আরসিসি ঢালাই দিয়ে পুরো সড়ক তৈরি করা হয়, যা প্রকৌশলগতভাবে মারাত্মক ত্রুটি। কাজের মান যাচাই ছাড়াই রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সরাসরি পৌরসভার তত্ত্বাবধানে এই কাজ শেষ করা হয় বলে অভিযোগ।

টানা বৃষ্টির ফলে গাইড ওয়ালের পাশের মাটি সরে গিয়ে একাংশ পুরোপুরি ধসে পড়ে। এখন রাস্তার একদিক শূন্যের ওপরে ঝুলে আছে। ভারী যানবাহন চলাচল করলে রাস্তার আরও বড় অংশ খালে পড়ে যেতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। ফলে যাতায়াতে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।

এ বিষয়ে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান দাবি করেন, “রাস্তার মূল কাজ ও নির্মাণমান ঠিক ছিল। তবে এস্টিমেট প্রস্তুতের সময় খালের পাড়ে পাইলিং অন্তর্ভুক্ত করা হয়নি, যা পরবর্তীতে ধসের কারণ হয়েছে।” তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুতই মেরামত সম্পন্ন করা হবে।

তবে স্থানীয়রা এ ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সরকারি প্রকল্পে অনিয়ম ও তদারকির ঘাটতি না থাকলে এই বিপর্যয় এড়ানো যেত। বর্তমানে এই আরসিসি সড়কটি শুধু একটি নির্মাণ ত্রুটির দৃষ্টান্তই নয়, বরং স্থানীয় জনগণের করের টাকায় গড়ে ওঠা অব্যবস্থাপনার প্রতিচ্ছবিও হয়ে উঠেছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

ট্যাগ: ঝালকাঠি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ