তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক ঐক্য, আসছে নতুন জাতীয় সনদ!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১২:৩১:০৪
তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক ঐক্য, আসছে নতুন জাতীয় সনদ!
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে।

রবিবার (২০ জুলাই) কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও প্রধানমন্ত্রী একইসঙ্গে একাধিক পদে থাকা বিষয়টি গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আজ জানানো কথা থাকলেও কিছু বিষয়ে আলোচনা বাকি থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। অচিরেই এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত জানানো হবে।

সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, চলমান সংলাপ এ সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরই কমিশন জাতীয় সনদ চূড়ান্ত করার দিকে এগোবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ