বক্তব্যে ক্ষোভ, চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে দিলেন বিএনপি নেতাকর্মীরা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ২০:২৩:১৪
বক্তব্যে ক্ষোভ, চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে দিলেন বিএনপি নেতাকর্মীরা
ছবি: সমকাল

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনির্ধারিত পথসভা চরম উত্তেজনার মধ্যে পণ্ড হয়ে গেছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের ওপর স্থাপিত মঞ্চটি ভাঙচুর করেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকেই এনসিপি মঞ্চ নির্মাণ করে মাইকিং করছিল। হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু ব্যক্তি লাঠিসোঁটা হাতে এসে মঞ্চে হামলা চালায় এবং মাইকিং কর্মীদের তাড়িয়ে দেয়।

এনসিপির নেতাদের ভাষ্যমতে, হামলাকারীরা মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলে এবং ট্রাকের কাচ ভাঙচুর করে। পরে তারা সমাবেশস্থল দখল করে নিয়ে বিএনপির পক্ষে স্লোগান দেয়। হামলার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকরিয়া উপজেলা এনসিপির সংগঠক খাইরুল বাশার বলেন, “ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের সমাবেশের ওপর হামলা চালিয়ে মঞ্চ ভেঙে দিয়েছেন। পরে তারা জায়গাটি দখল করে নিয়ে স্লোগান দেয়।”

তবে বিএনপির পক্ষ থেকে এ হামলার পেছনে ভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজার শহরের একটি সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা প্রতিবাদে রাজপথে নামে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, “সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেলাব্যাপী বিএনপি ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। তবে কেন্দ্রীয় নির্দেশে আমাদের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।”

এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা চকরিয়ায় এনসিপির গাড়িবহর আটকে রেখেছিল এবং সালাহউদ্দিন আহমদের নামে স্লোগান দেয়। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “যেমন লীগ গত ১৬ বছর ধরে করছে, তেমনি আপনারাও করছেন।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে মঞ্চ ভাঙচুরের বিষয়টি এখনও আমাদের কাছে নিশ্চিত নয়।”

অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন জানান, চকরিয়ায় এনসিপির নেতা নাহিদ ইসলামসহ ১০-১২টি গাড়ি কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়েছিল। পরে সেনা ও পুলিশ বাহিনী গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপদে জেলা থেকে পার করে দেয়। তিনি আরও জানান, এনসিপির পথসভা বিএনপির বাধার মুখে পণ্ড হয়ে গেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ