"বিএনপি-জামায়াত সংঘর্ষ এখন সময়ের ব্যাপার: সাবেক এমপি রনির বিশ্লেষণ"

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১২:০৯:৪০
"বিএনপি-জামায়াত সংঘর্ষ এখন সময়ের ব্যাপার: সাবেক এমপি রনির বিশ্লেষণ"
ছবিঃ সংগৃহীত

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন মূলত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে— একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াতসহ অন্যান্য ইসলামপন্থী দল। তার মতে, একসময় আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে থাকা ছোট দলগুলোর বড় অংশ এখন জামায়াতের দিকে ঝুঁকছে। এতে বিএনপি ক্রমেই একা হয়ে পড়ছে।

রনি বলেন, "বিএনপির সঙ্গে এখন মাঠে হাতে গোনা কয়েকটি দল আছে মাত্র। তবে এভাবে চলতে থাকলে তারা টিকতে পারবে না, এবং শেষমেশ জামায়াতের সঙ্গেই মিশে যাবে। বিএনপি নিজেই এই বাস্তবতা বুঝতে শুরু করেছে। তাই বিএনপি-জামায়াত সংঘাত এখন শুধু সময়ের অপেক্ষা।"

তিনি মনে করেন, ১৯৯১ সাল থেকে দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি মনে করে এসেছে যে পুরো দেশ তাদের নিয়ন্ত্রণেই থাকবে। অন্য দলগুলো কেবল তাদের অনুগামী হিসেবে থাকবে। কিন্তু সময় পাল্টেছে। এখন ছোট ছোট দলগুলো নিজেদের অবস্থান বুঝে সাহসী হয়ে উঠছে।

আন্তর্জাতিক দৃষ্টান্ত টেনে রনি বলেন, “আফগানিস্তানে একসময় অবহেলা করা তালেবানরা আমেরিকা ও রাশিয়ার মতো পরাশক্তিকে হারিয়ে ক্ষমতায় এসেছে। বাংলাদেশেও মাদ্রাসা শিক্ষার্থীদের তাচ্ছিল্য করা হতো, কিন্তু এখন সময় বদলেছে। ছাত্রদের নেতৃত্বকে হালকাভাবে দেখলে ভুল হবে।”

তিনি আরো বলেন, দেশের অনেক রাজনৈতিক প্রবীণ নেতা এখনো নতুন বাস্তবতাকে বুঝতে পারছেন না। তাই তারা আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব উপেক্ষা করছেন— যেমন ভারত-বাংলাদেশ, চীন-বাংলাদেশ কিংবা আমেরিকা-পাকিস্তানের প্রভাব। রনির মতে, এই দৃষ্টিভঙ্গি না পাল্টালে সামনে নির্বাচন নয়, বরং বড় ধরনের সংঘর্ষ হতে পারে।

বর্তমান রাজনীতির ভাষা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “তারেক রহমানকে নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে, তা আগে কখনো দেখা যায়নি। একইভাবে বিএনপিও পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে। এটা স্পষ্ট করে দিচ্ছে, সবাই সংঘর্ষের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে।”

শেষে রনি বলেন, “রাজপথে বিএনপি ও জামায়াতের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এখন সময়ের ব্যাপার মাত্র। যদি রাজনৈতিক হিসাব-নিকাশ মেলানো না যায়, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।”

ভিডিও দেখতে ক্লিক করুন:ভিডিও লিংক

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ