পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে স্বৈরাচার থাকবে না: ফয়জুল করিম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ২২:০৬:৫২
পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে স্বৈরাচার থাকবে না: ফয়জুল করিম
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকারের দুর্বলতার কারণে ভারত বাংলাদেশে তাদের বাংলা ভাষাভাষী নাগরিকদের পুশইন করছে। তিনি বলেন, যদি সরকার শক্তিশালী হত, তবে এমন ঘটনা ঘটত না বা পুশইন করার সাহস পেত না।

শনিবার (১৯ জুলাই) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিশু পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম আরও বলেন, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, খুন ও ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, কিন্তু এখন পরিস্থিতি তার উল্টো। যারা প্রাণ দিয়ে সেই আন্দোলন চালিয়েছিল, তাদের দাবির বিপরীতে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন করার পক্ষপাতী হয়ে বলেন, এতে কোনো দলের স্বৈরাচারী আধিপত্য থাকবে না। সংসদে আসন বণ্টন হবে অনুপাত অনুযায়ী, যার ফলে মানুষকে আর রাজপথে প্রতিবাদ করতে হবে না। এজন্য পিআর পদ্ধতির নির্বাচন জরুরি।

গণসমাবেশে কুড়িগ্রামের চারটি আসনের ‘হাত পাখা’ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করে ফয়জুল করিম তাদের নির্বাচিত করে সংসদে পাঠানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাও. নুর বখত্ মিয়া, চর রাজিবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ ইমাম হোসাইন, রৌমারী উপজেলার সাবেক সভাপতি মাওলানা আক্তার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ