ঢাকা-শরীয়তপুর সড়কে হঠাৎ ছাত্রলীগের অবরোধ, ধাওয়া দিল বিএনপি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১১:০৬:৩২
ঢাকা-শরীয়তপুর সড়কে হঠাৎ ছাত্রলীগের অবরোধ, ধাওয়া দিল বিএনপি
শরীয়তপুরের নড়িয়ায় সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকা–শরীয়তপুর সড়কের নশাসন মাঝিরহাট এলাকায় ছবি: বাংলাদেশ স্টুডেন্টস লীগ ফেসবুক পেজের ডিভিও থেকে

শরীয়তপুরের নড়িয়ার নশাসন মাঝিরহাট এলাকায় শনিবার গভীর রাতে ঢাকা-শরীয়তপুর সড়কে গাছ ফেলে ও আগুন জ্বেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে। রাত প্রায় পৌনে ১২টার দিকে ২০-২৫ জনের একটি দল ‘হরতাল সফল করতে’ এবং নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে স্লোগান দেয় বলে জানা গেছে।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই দলটিকে ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দেন এবং গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও বাংলাদেশ স্টুডেন্টস লীগের ফেসবুক পেজ থেকে অবরোধের একটি ভিডিও পোস্ট করা হয়। বাংলাদেশ স্টুডেন্টস লীগের পেজটি ভেরিফায়েড।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে ১০-১২টি মোটরসাইকেলে করে এসে একদল ব্যক্তি গাছ, পাটকাঠি ও টায়ারে আগুন লাগিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় তাঁরা শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং হরতালের পক্ষে জনমত তৈরির চেষ্টা করেন।

খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তৎপর হয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হটিয়ে দেন। পরে নড়িয়া ও শরীয়তপুর সদরের পালং মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাদশা হাওলাদার জানান, রাত ১১টা ৪৫ মিনিটে তিনি গাড়ি নিয়ে মাঝিরহাট এলাকায় পৌঁছালে একদল লোক তাকে ভয় দেখিয়ে দ্রুত চলে যেতে বলে। কিছু দূর গিয়ে তিনি পুলিশকে ফোনে ঘটনা জানান।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, রাতের অন্ধকারে কিছু লোক গাছ ফেলে ও আগুন জ্বেলে রাস্তা অবরোধের চেষ্টা করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা জানান, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরেই রাতের বেলা গোপনে পোস্টার সাঁটানো, মশাল মিছিল ও ঝটিকা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই তারা বারবার এমন ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ