ভোট ছাড়াই এমপি হওয়ার দিন শেষ—ইসির নতুন নিয়ম!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১২:৪৪:৪৫
ভোট ছাড়াই এমপি হওয়ার দিন শেষ—ইসির নতুন নিয়ম!
ছবিঃ সংগৃহীত

২০১৪ সালের জাতীয় নির্বাচনে ১৫৩টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রার্থীরা নির্বাচিত হওয়ায় নির্বাচনটি ব্যাপক বিতর্কের মুখে পড়ে। সেই বিতর্কিত প্রথা এবার বাতিলের পথে। নির্বাচন কমিশন (ইসি) নতুন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের উদ্যোগ নিয়েছে, যার ফলে ভবিষ্যতে কেউ বিনা ভোটে নির্বাচিত হতে পারবেন না।

ইসি সূত্রে জানা গেছে, আরপিওর খসড়ায় এমন নিয়ম যুক্ত হচ্ছে যাতে কোনো আসনে যদি কেবল একজন প্রার্থী থাকেন, তবে তাকেও 'না' ভোটের মুখোমুখি হতে হবে। এর মানে, ভোটাররা ইচ্ছা করলে সেই প্রার্থীকে প্রত্যাখ্যানও করতে পারবেন। এই 'না' ভোটের ধারণা প্রথম চালু করেছিল ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন, তবে পরে তা বাতিল হয়।

আরও কিছু উল্লেখযোগ্য সংশোধন আসছে। যেমন, একজন প্রার্থী সর্বোচ্চ দুটি আসনে দাঁড়াতে পারবেন। দুটি আসনের বেশি হলে সব মনোনয়ন বাতিল হবে। একই ভোট পেলে দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন হবে। এছাড়া দলগত জোট হলেও সবাইকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।

নির্বাচনে অনিয়ম হলে শুধু একটি কেন্দ্র নয়, পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ইসি আবার ফিরে পেতে চায়। এই ক্ষমতা আগে থাকলেও পরে তা বাদ দেওয়া হয়। কমিশন এখন এ ক্ষমতা ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

মনোনয়ন বাতিল বা গ্রহণ সংক্রান্ত আপিলে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির হবে। তফসিল ঘোষণার আগ থেকে ফল ঘোষণার পর পর্যন্ত জেলা বা বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি করতে ইসির অনুমতি লাগবে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও নতুন নিয়ম আসছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকলে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। হলফনামায় দেশ-বিদেশে আয়ের উৎস এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্য জানাতে হবে।

ইসির আইন সংস্কার কমিটির প্রধান আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ গুরুত্ব সহকারে বিবেচনা করছি। সেখানে যেসব প্রস্তাব আসবে, তা সংযুক্ত করা হবে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ