হার্ট ফেইলিওরের নতুন আশা: এলভিএডি প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ২১:২২:১৭
হার্ট ফেইলিওরের নতুন আশা: এলভিএডি প্রযুক্তি
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বজুড়ে হার্ট ফেইলিওর এখন বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই রোগ সময়মতো চিকিৎসা না নিলে প্রাণঘাতী হতে পারে। তবে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সাহায্যে অনেক রোগী নতুন জীবন পাচ্ছেন। এর মধ্যে এলভিএডি (Left Ventricular Assist Device) একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

এলভিএডি এমন একটি যন্ত্র, যা বিশেষ করে তাদের জন্য তৈরি, যাদের হৃদপিণ্ড পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে এবং যাদের হৃদপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজন। উন্নয়নশীল দেশগুলোতে, যেমন বাংলাদেশে, হার্ট ডোনারের সংখ্যা কম থাকায় অনেক রোগী হার্ট ট্রান্সপ্লান্ট করতে পারেন না। এই অবস্থায় এলভিএডি ‘ব্রিজ-টু-ট্রান্সপ্লান্ট’ হিসেবে কাজ করে অর্থাৎ রোগীর জীবন ধরে রাখে যতক্ষণ তারা উপযুক্ত দাতা খুঁজে পান।

বাংলাদেশে বর্তমানে এই প্রযুক্তি সীমিত পরিসরে ব্যবহার শুরু হয়েছে। যদিও এলভিএডির খরচ ধনী দেশগুলোর তুলনায় কম, তবুও এটি অনেকের জন্য ব্যয়বহুল। দেশটির উন্নত হাসপাতালগুলোতে এলভিএডি প্রতিস্থাপন ও এর রক্ষণাবেক্ষণে দক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে।

হার্ট ফেইলিওরের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি, হাঁটার সময় শ্বাসকষ্ট হওয়া, বুক ধড়ফড় করা এবং পা ফুলে যাওয়া। এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো সঠিক চিকিৎসা না নিলে হার্ট ফেইলিওর প্রাণঘাতী হয়ে যেতে পারে। কিন্তু এলভিএডি প্রযুক্তির কারণে অনেক রোগীর জীবন বাঁচানো সম্ভব হচ্ছে। যাদের আগে মৃত্যুর অপেক্ষায় থাকতে হতো, তারা এখন অনেকেই স্বাভাবিক জীবন যাপন করছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ