নেতানিয়াহুর শারীরিক অবনতি: রাজনীতি, বিচার ও নেতৃত্বে নতুন চাপ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১০:০৯:২১
নেতানিয়াহুর শারীরিক অবনতি: রাজনীতি, বিচার ও নেতৃত্বে নতুন চাপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও দীর্ঘ সময়ের আলোচিত রাজনীতিক বেনিয়ামিন নেতানিয়াহু আবারও শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। এবার তার অসুস্থতার পেছনে রয়েছে খাবারে বিষক্রিয়ার প্রভাব। গত রোববার (২০ জুলাই) তার দপ্তর জানায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি অন্তত তিন দিন বাসায় থেকেই সরকারি কাজ পরিচালনা করবেন।

প্রধানমন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডা. আলোন হার্শকো জানান, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে এবং তিনি পানিশূন্যতায় ভুগছেন। তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।

রোববার সকালেই নেতানিয়াহুর অনুপস্থিতিতে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে তার না থাকার বিষয়টি প্রথম নজরে আসে। এরপরই তার অসুস্থতার খবর সামনে আসে। প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে তিনি হঠাৎ করে অসুস্থতা অনুভব করেন এবং সে সময়ই ডাক্তার তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেন।

এই অবস্থার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার শুনানি সোমবার ও মঙ্গলবারের জন্য স্থগিত করা হয়েছে। আদালতের গ্রীষ্মকালীন ছুটির কারণে আগামী ৫ সেপ্টেম্বরের আগে নতুন করে কোনো শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত কয়েক বছরে একাধিক শারীরিক জটিলতার সম্মুখীন হয়েছেন। ২০২৩ সালে তার হৃদপিণ্ডে সমস্যা ধরা পড়লে পেসমেকার স্থাপন করা হয়। একই বছর তিনি পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হন, যা হৃদস্পন্দনজনিত সমস্যার সঙ্গে সম্পর্কিত ছিল। চলতি বছরের মার্চ মাসে তার হার্নিয়া অস্ত্রোপচার এবং ডিসেম্বরে প্রস্টেট অপসারণের চিকিৎসা করা হয়। মার্চেই তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কয়েকদিন রাষ্ট্রীয় কার্যক্রম থেকে বিরত ছিলেন।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ