“ফেব্রুয়ারির পর আর এক ঘণ্টাও নয়”—সরকারকে হুঁশিয়ার করলেন ইশরাক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ০৯:৪৫:৫৪
“ফেব্রুয়ারির পর আর এক ঘণ্টাও নয়”—সরকারকে হুঁশিয়ার করলেন ইশরাক
ইশরাক হোসেন। ছবিঃ সংগৃহীত

সিদ্ধান্তে একমত। কিন্তু যদি ফেব্রুয়ারির পর নির্বাচন পেছানো হয়, তাহলে এই সরকারকে আর এক ঘণ্টাও মেনে নেওয়া হবে না।”

তিনি অভিযোগ করে বলেন, সরকারঘনিষ্ঠ একটি রাজনৈতিক দল (এনসিপি) নির্বাচনী মাঠে টিকে থাকতে না পেরে এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তার ভাষায়, “বাংলাদেশে এমন কোনো আসন নেই যেখানে এনসিপি জিততে পারে। তাই তারা এখন পিআর পদ্ধতির নামে ভোট পেছাতে চাইছে।”

এর আগেও ১০ জুলাই বিএনপির এক অনুষ্ঠানে এনসিপির বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন ইশরাক হোসেন। সে দিন ডেমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি বলেন, “এনসিপি ভাবে, কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ তো বলেই ফেলেছে—যা বিএনপি ১৭ বছরে পারেনি, তা তারা ৮ মিনিটে করে দেখিয়েছে! আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে পাঁচ মিনিট টিকতে পারেন কি না, সেটাই আগে দেখুন।”

বিএনপি নেতারা দাবি করছেন, আন্দোলনকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে তারা এখন প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় মশাল মিছিল ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই কর্মসূচি চলতে থাকবে বলেও জানান নেতারা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ