ইসরায়েলি হামলায় গাজায় ফের রক্তঝরা, ত্রাণের লাইনে প্রাণ গেল ৯২ জনের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১০:১১:১৫
ইসরায়েলি হামলায় গাজায় ফের রক্তঝরা, ত্রাণের লাইনে প্রাণ গেল ৯২ জনের
গাজায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা/ ফাইল ছবি: এএফপি

গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনের মতো রোববারও ত্রাণের অপেক্ষায় থাকা নিরীহ মানুষদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তরাঞ্চলের জিকিম ক্রসিং এবং দক্ষিণের খান ইউনিস ও রাফা শহরে কমপক্ষে ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯২ জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জিকিম ক্রসিংয়ে জাতিসংঘের ত্রাণ কাফেলা থেকে আটা সংগ্রহ করতে জড়ো হয়েছিল সাধারণ মানুষ। সেখানে ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে অন্তত ৭৯ জনকে হত্যা করে। এ হামলা থেকে বেঁচে যাওয়া একজন ফিলিস্তিনি রিজেক বেতার বলেন, “আমরা একজন তরুণকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। কোনো অ্যাম্বুলেন্স ছিল না, তাই সাইকেলে করে আমরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। এখানে বাঁচার কোনো উপায় নেই।”

দক্ষিণাঞ্চলের রাফা শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছেও একই ধরনের হামলা হয়। সেখানে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩৬ জনের পর আরও ৯ জন নিহত হয়েছেন। খান ইউনিসের অপর একটি ত্রাণ কেন্দ্রের কাছাকাছি নিহত হয়েছেন আরও চারজন।

আহতদের মধ্যে একজন বৃদ্ধকে সাইকেলে বহন করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন ওসামা মারুফ নামের আরেক ফিলিস্তিনি। তিনি বলেন, “এই বৃদ্ধ কিছু আটা আনতে গিয়েছিল। আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম। এখন আর আমার আটার দরকার নেই। সে আমার বাবার মতো।”

গাজায় চলমান অবরোধে খাদ্য সংকট চরমে পৌঁছেছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ভিক্ষে ইতোমধ্যেই অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। চিকিৎসা সেবা নেই, খাদ্য নেই, আর বেঁচে থাকার ন্যূনতম ব্যবস্থাটুকুও নেই এই উপত্যকায়।

এই নিষ্ঠুরতা আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার জবাবে কোনো বড় ধরনের পদক্ষেপ বা বিবৃতি আসেনি শক্তিশালী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ