যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১১:১৭:৪৪
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে পাকিস্তানের সক্রিয় উপস্থিতি আরও জোরালোভাবে তুলে ধরতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরকালে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। শনিবার জিও নিউজ এই তথ্য জানায়।

জাতিসংঘ সদরদপ্তর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নিরাপত্তা পরিষদের “বহুপাক্ষিকতা এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার” শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন ইসহাক দার। পাকিস্তান সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকের মূল লক্ষ্য হবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং সংঘাত নিরসনে কূটনৈতিক ও মধ্যস্থতামূলক উদ্যোগের ক্ষেত্র সম্প্রসারণ।

এছাড়াও ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক উন্মুক্ত বিতর্কেও সভাপতিত্ব করবেন দার। সেখানে তিনি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠার পক্ষে পাকিস্তানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করবেন এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দেবেন।

সফরকালে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের ব্রিফিংয়ে সভাপতিত্ব করবেন ইসহাক দার। এই বৈঠক পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার উদ্দেশ্য হচ্ছে ওআইসি ও জাতিসংঘের মধ্যে আরও কার্যকর পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা।

এছাড়া নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হবেন তিনি। একইসঙ্গে ওয়াশিংটনেও বিভিন্ন কূটনৈতিক সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “এই সফর বহুপাক্ষিক ফোরামে পাকিস্তানের ক্রমবর্ধমান সক্রিয় ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দৃঢ়তর ও বৈচিত্র্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের একটি প্রমাণ।”

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ