তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্পে চীনের কাজ শুরু,বাড়ছে ভারতের উদ্বেগ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ০৯:২৬:০৭
তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্পে চীনের কাজ শুরু,বাড়ছে ভারতের উদ্বেগ
ছবিঃ সংগৃহীত

তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে (যার স্থানীয় নাম ইয়ারলুং সাংপো) বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করেছে চীন। শনিবার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই মেগা ড্যাম প্রকল্পের উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

চীন সরকার গত বছর ডিসেম্বরেই এই প্রকল্পের অনুমোদন দেয়। এটি একদিকে যেমন দেশের কার্বন নিরপেক্ষতা অর্জনের পরিকল্পনার অংশ, অন্যদিকে তিব্বতের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প ‘থ্রি গর্জেস ড্যাম’কেও ছাড়িয়ে যেতে পারে।

সিনহুয়ার তথ্যমতে, এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ শুধু তিব্বতের স্থানীয় চাহিদা পূরণই নয়, বরং চীনের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে। প্রকল্পের আওতায় মোট পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান, যা ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

এই উদ্যোগে ভারতের উদ্বেগ বেড়েছে। কারণ ব্রহ্মপুত্র নদ ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একটি নদী। ভারত আশঙ্কা করছে, নদীর উজানে এই ধরনের বিশাল বাঁধ নির্মাণ ভাটির দেশগুলোর পানির নিরাপত্তা ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং চীনের কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন ভাটির দেশগুলোর স্বার্থ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

চীন অবশ্য দাবি করছে, এই প্রকল্পে নদীর প্রবাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং তারা ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। তবে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে, তিব্বতের মতো সংবেদনশীল এলাকায় এ ধরনের প্রকল্প ভবিষ্যতে অপূরণীয় পরিবেশগত ক্ষতি ডেকে আনতে পারে।

উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এমন একটি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ব্রহ্মপুত্র নদে চীনের মেগা-ড্যাম প্রকল্প দুই দেশের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ