গাজায় খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে লাশ হয়ে ফিরছে মানুষ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ০৯:৩৭:৩৬
গাজায় খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে লাশ হয়ে ফিরছে মানুষ
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি অবরোধ ও মানবিক সহায়তা বন্ধের ফলে গাজা উপত্যকায় চরম খাদ্য সংকটের মধ্যে মাত্র ৩৫ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) গাজা সিটির আল-শিফা হাসপাতালে শিশুটি প্রাণ হারায়। তার মৃত্যুর কারণ—অনাহার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন প্রাণ হারান যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) এক ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অঞ্চলজুড়ে হাসপাতালগুলোতে চরম খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে অন্তত ১৭ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া জানান, শুধু শনিবার তাদের হাসপাতালে অনাহারে মারা গেছেন অন্তত দুইজন, যাদের একজন নবজাতক।

খান ইউনিস ও রাফাহ অঞ্চলেও ইসরায়েলি হামলায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছেই। প্রত্যক্ষদর্শীরা জানান, "মানুষ খাবারের লাইনে দাঁড়ায়, কিন্তু অনেকেই আর বাড়ি ফিরতে পারে না—ফিরে আসে লাশ হয়ে।"

আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় মানবিক বিপর্যয়ের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের মহাসচিব জগন চাপাগাইন জানান, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান এগেল্যান্ড বলেন, “গত ১৪২ দিনে একটি ট্রাকও আমরা গাজায় ঢুকাতে পারিনি।”

জাতিসংঘের শরণার্থী সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, মিশর সীমান্তে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুত থাকলেও ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে সেগুলো গাজায় প্রবেশ করানো যাচ্ছে না। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে—“সীমান্ত খুলে দিন, অবরোধ তুলে নিন, আমাদের কাজ করতে দিন।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ