৫০০ মাইল পাড়ি দিয়ে প্রেম করতে গিয়ে দাঁড়ালেন স্বামীর সামনে!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১১:২৯:১১
৫০০ মাইল পাড়ি দিয়ে প্রেম করতে গিয়ে দাঁড়ালেন স্বামীর সামনে!
ছবিঃ সংগৃহীত

ভালোবাসার টানে বেলজিয়ামের এক লোক ছুটে গেলেন ফ্রান্সে। উদ্দেশ্য, প্রেমিকার সঙ্গে দেখা করে জীবনটা একসাথে শুরু করা। কিন্তু দরজা খুলতেই চমক! প্রেমিকা নয়, সামনে দাঁড়িয়ে এক গম্ভীর লোক—নিজেকে বলল “আমি তার স্বামী!”

মিশেল নামের এই বেচারা বিশ্বাস করতেন, তিনি ফ্রান্সের মডেল সোফির সঙ্গে প্রেম করছেন। অনলাইনে কথা বলতেন, ছবি দেখতেন, প্রেম জমেছিল ভালোই। বিশ্বাস এতটাই পাকা হয়েছিল যে প্রায় ৫০০ মাইল গাড়ি চালিয়ে হাজির হন সোফির বাড়ির সামনে।

তবে সেখানে গিয়ে যা ঘটল, তা একেবারে সিনেমার মতো! সোফির স্বামী ফ্যাবিয়েন দরজা খুলেই অবাক। মিশেল বলল, “আমি সোফির হবু বর!” উত্তরে ফ্যাবিয়েন হেসে বলল, “ভাই, আমি তো বর্তমান বর!”

পুরো ঘটনা ফ্যাবিয়েন ভিডিও করে ইনস্টাগ্রামে শেয়ার করে দেন। সোফিও ভিডিও শেয়ার করে লেখেন, “আমি এই লোকটার জন্য খুব খারাপ লাগছে। সবাই সাবধান থাকুন, ভুয়া প্রোফাইল এখন ভয়ংকর।”

সবচেয়ে কষ্টের খবর হলো—মিশেল প্রেমের নেশায় পড়ে ভুয়া ‘সোফি’-কে পাঠিয়ে ফেলেছেন প্রায় ৩৫ হাজার ডলার! অথচ যাকে ভেবেছিলেন প্রেমিকা, সে আদতে ছিল এক প্রতারকের ফেক প্রোফাইল।

এই ঘটনার পর অনেকে বলছেন—প্রেমে পড়ুন ঠিক আছে, কিন্তু যাচাই করে নিন আগে আসল কিনা!

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ