মাইলস্টোন দুর্ঘটনায় জাতিসংঘের শোক: সরকারের পাশে থাকার অঙ্গীকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৮:৩২:৩৩
মাইলস্টোন দুর্ঘটনায় জাতিসংঘের শোক: সরকারের পাশে থাকার অঙ্গীকার
ছবিঃ সংগৃহীত

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ (UN) মিশন। সোমবারের এ মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়েছে জাতিসংঘ।

এক শোকবার্তায় জাতিসংঘ বলেছে, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর পেয়েছি, যাদের মধ্যে শিশুদের সংখ্যাও রয়েছে। এই বেদনার দিনে জাতিসংঘ পরিবার বাংলাদেশের মানুষ ও সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে রয়েছে।”

বার্তায় আরও বলা হয়, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে জাতিসংঘ এবং এই শোকাবহ পরিস্থিতিতে যে পরিবারগুলো প্রিয়জন হারিয়েছে, তাদের প্রতি জানানো হচ্ছে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি।

জাতিসংঘ মঙ্গলবারের একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং এই জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে এফ-৭ মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনাক্রমে মাইলস্টোন কলেজের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হন, যার মধ্যে অগ্নিদগ্ধ শিশুর সংখ্যাও উদ্বেগজনক।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত