বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে মোদির শোক, বাংলাদেশের পাশে থাকার বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ২০:১৩:৪৯
বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে মোদির শোক, বাংলাদেশের পাশে থাকার বার্তা
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী—এই খবর হৃদয়বিদারক। তাঁদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

শোকবার্তায় মোদি আরও জানান, এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ১৯ জন নিহত হন এবং আহত হন ১০০ জনের বেশি, যাদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী।

এই দুর্ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি দেশি-বিদেশি বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান সমবেদনা জানাচ্ছেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত