উত্তরায় বিমান দুর্ঘটনায় তারকাদের আবেগঘন প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৯:৫৪:০২
উত্তরায় বিমান দুর্ঘটনায় তারকাদের আবেগঘন প্রতিক্রিয়া
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের মৃত্যু ও ১১৬ জনের বেশি আহত হওয়ার ঘটনায় সারাদেশের মানুষ শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে এই শোক প্রকাশ পেয়েছে ব্যাপকভাবে। সাধারণ মানুষের পাশাপাশি দেশের তারকারাও নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। কেউ প্রার্থনায় অংশ নিয়েছেন, কেউ আহ্বান জানিয়েছেন রক্তদানে বা উদ্ধার কাজে সহযোগিতার।

জয়ার হৃদয়ভাঙা বার্তা

চিত্রনায়িকা জয়া আহসান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাঁদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হল, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।”জয়ার এই লেখাগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এতে নিজেদের মনের কথা খুঁজে পেয়েছেন।

তমা মির্জার সচেতনতার বার্তা

চিত্রনায়িকা তমা মির্জা দুর্ঘটনাস্থলে ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, “এই সময় দয়া করে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনীসহ যারা উদ্ধারকর্মী আছেন, তাদের কাজ করতে দেন। উৎসুক জনতার ভিড় যেন উদ্ধার কাজে বিঘ্নতা না ঘটায়।”উদ্ধার কাজে সহায়তার এই বার্তা বহু মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে।

তৌসিফের মানবিক আহ্বান

অভিনেতা তৌসিফ মাহবুব রক্তদানের আহ্বান জানান। তিনি বলেন, “যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।”এই বার্তায় অনেকেই এগিয়ে এসেছেন রক্ত দিতে, যা আহতদের চিকিৎসায় বড় ভূমিকা রাখছে।

কনার প্রার্থনায় হৃদয় ছুঁয়েছে মানুষ

প্রসিদ্ধ সংগীতশিল্পী কনা লিখেছেন, “আল্লাহ সাহায্য করুন এবং তাদের হেফাজত করুন। শিশু, শিক্ষক ও তাদের পরিবারগুলোর জন্য দোয়া করছি।”এই বার্তায় অনেকেই নিজেদের আবেগ প্রকাশ করেছেন মন্তব্যে ও শেয়ার করে।

পড়শীর দোয়া ও উদ্বেগ

সংগীতশিল্পী সাবরিনা পড়শী লিখেছেন, “উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন ও সুস্থতা দান করেন।”তাঁর পোস্টে দেশের মানুষের একসাথে প্রার্থনার গুরুত্ব উঠে এসেছে।

এই ভয়াবহ ঘটনায় তারকারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, তা দেশবাসীর মনে দাগ কেটেছে। আজ পুরো জাতি আহতদের সুস্থতা কামনায় একতাবদ্ধ হয়ে গেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত